VIDEO: ‘চটক মটক’ গানে জোরদার ঠুমকায় ঝড় তুললেন স্বপ্না, দেখে নেচে উঠলেন দর্শকরাও

সোশ্যাল মিডিয়ায় আধুনিক বিনোদনের প্রসঙ্গ উঠলে হরিয়ানভি ডান্সের (Haryanvi Dance) চর্চা হবে না, তা হতে পারে না। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের মতো রাজ্যগুলিতে হরিয়ানভি ডান্স এখনো জনপ্রিয়তার নিরিখে রয়েছে প্রথম দিকেই।…

Avatar

By

সোশ্যাল মিডিয়ায় আধুনিক বিনোদনের প্রসঙ্গ উঠলে হরিয়ানভি ডান্সের (Haryanvi Dance) চর্চা হবে না, তা হতে পারে না। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের মতো রাজ্যগুলিতে হরিয়ানভি ডান্স এখনো জনপ্রিয়তার নিরিখে রয়েছে প্রথম দিকেই। ওই সব রাজ্যগুলিতে এখনো দিব্যি স্টেজ শোয়ের চল রয়েছে বেশ ভালো রকমই। মাঝে মধ্যেই সেখানে মঞ্চ বেঁধে নাচ গানের জলসা বসানো হয়। বহু দূরদূরান্ত থেকে লোক এসে ভিড় জমায় আসরে। আর তাদের বিনোদন দেওয়ার জন্য জনপ্রিয় হরিয়ানভি গানে কোমর দোলাতে দেখা যায় তরুণী, যুবতীদের। ঠিক মতো মনোরঞ্জন করতে পারলে অনেক সময় নাচের মাঝেই ওড়ে গোছা গোছা টাকা।

মূলত স্বপ্না চৌধুরীর (Sapna Chowdhury) দৌলতেই আজ হরিয়ানভি নাচের এত রমরমা। হরিয়ানভি ডান্স কুইন বলা হয় তাঁকে। তাঁর হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে এই নাচ। এক সময় স্বপ্নার নাচ দেখার জন্য দর্শক উপচে পড়ত শোতে। মঞ্চ বেঁধে নাচগানের পাশাপাশি নামীদামী ইভেন্টেও নিজের পারফরম্যান্স দেখিয়েছেন স্বপ্না।

মূলত হরিয়ানভি গানেই নাচতে দেখা যেত । তবে ভোজপুরি এবং হিন্দি গানেও বিভিন্ন স্টেজ শোতে নাচতে দেখা গিয়েছে তাঁকে। স্বপ্নার নাচের দক্ষতা বাস্তবিকই প্রশংসনীয়। দর্শককে মাতিয়ে দেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে তাঁর। তাঁর নাচ দেখে চুপ করে বসে থাকার সাধ্য নেই কারোরই। তাঁর ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হলেই তা হয়ে যায় ভাইরাল।

সম্প্রতি ‘চটক মটক’ গানে স্বপ্না চৌধুরীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই গানে একাধিক বার মঞ্চে ঝড় তুলতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি এমনই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে। ট্রেন্ডিং হরিয়ানভি গানে তাঁর জোরদার ঠুমকা দেখে দর্শকরা মাতামাতি শুরু করেছেন। তাঁর প্রতিটি ভিডিওতেই কয়েক কোটি ভিউ হয়ে যায়।