ভোটের মাঝেই নতুন নির্দেশিকা সরকারের, প্রভাব পড়বে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার উপর?
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করেছে সরকার
সরকারি কর্মীদের সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দেওয়ার ডেড লাইন অবশেষে বৃদ্ধি করলো সরকার। রিপোর্ট অনুযায়ী ভোটের মাঝেই জম্মু-কাশ্মীরে সরকারি কর্মীদের এই রিপোর্ট জমা করার ডেড লাইন বৃদ্ধি করেছে প্রশাসন। যেহেতু এই মুহূর্তে জম্মু-কাশ্মীরে ভোট চলছে তাই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এর আগে ৩১শে মের মধ্যে এই রিপোর্ট জমা করার কথা ছিল। তবে এবার সেই রিপোর্ট ১৫ ই জুন এর মধ্যে জমা করতে হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে সচিবালয় থেকে। সেই অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ সময়কারের কাজের খতিয়ান জমা করার বিষয়টা জানিয়ে দিয়েছে সরকার।
জম্মু-কাশ্মীরের অর্থ দপ্তরের কোড ডিভিশনের নির্দেশিকা অনুযায়ী মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবারে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে। জানানো হয়েছে দেশে লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে এই নতুন নির্দেশিকার সময় বৃদ্ধি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে চার শতাংশ। এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল। এই বর্ধিত মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে
নির্দেশিকা জানানো হয়েছে মে মাসের বেতনের সঙ্গে বর্ধিত মহার্ঘ ভাতা ঢুকবে সরকারি কর্মচারীদের একাউন্টে। এছাড়া জানুয়ারি থেকে এপ্রিল মাসের বকে মহার্ঘ ভাতা দেওয়া হবে একই সাথে। অর্থাৎ মে মাসে একটা মোটা টাকা পাবেন সরকারি কর্মচারীরা। সপ্তম বেতন কমিশনের অধীনে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এক দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। এরপর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা শূন্য করে দেওয়া হবে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। জুলাইয়ে বিষয়টা পরিষ্কার হবে এবং তারপরেই আপনারা জানতে পারবেন এবার থেকে নতুন মহার্ঘ ভাতা কত হবে। অন্যদিকে জানুয়ারি পর্যন্ত এআইসিপিআই ইনডেক্স এই মুহূর্তে রয়েছে ১৩৮.৯। এই অনুযায়ী মহার্ঘ ভাতা বেড়ে ৫১ শতাংশ হওয়া উচিত। হিসাব অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ৫১.৪২ শতাংশে পৌঁছাবে মহার্ঘ ভাতা।