Aadhaar Card: ১৪ জুনের পরেই নিষ্ক্রিয় হবে সব পুরনো আধার কার্ড! বড় আপডেট দিল UIDAI
আধার কার্ডের (Aadhaar Card) সমস্ত গ্রাহক, যারা বিগত ১০ বছরে একবারের জন্যও আধার আপডেট করাননি, তারা নির্দিষ্ট সময়ের আগেই সেরে ফেলুন জরুরি কাজ। আগামী ১৪ জুনের আগে এই কাজ না সারলে আধার কার্ড নিষ্ক্রিয়, আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। এই ধরণের সতর্কবার্তা প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়। তবে কি তা সত্যি? কী হবে ১৪ জুনের পর?
উল্লেখ্য, ১৪ জুনের পর আধার কার্ড বাতিলের ব্যাপারে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা স্রেফ গুজব। আধার কর্তৃপক্ষের তরফে এমন কোনো আপডেটই দেওয়া হয়নি। আসলে ১০ বছর বা তার থেকে অধিক পুরনো আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় কোনো টাই হবে না ১৪ জুনের পর। কেন্দ্রের তরফে একটি নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে।
আসলে এর আগে আধারের তথ্য আপডেট করার জন্য সময়সীমা ধার্য করা হয়েছিল ১৪ মার্চ। পরে তা বাড়িয়ে করা হয় ১৪ জুন। আর এরপরেই গুজব ছড়িয়ে পড়ে যে, ১৪ জুনের পর থেকে আধার কার্ড গুলি নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এ তথ্য ভুল। অনলাইনে আধার নম্বর আপডেট করলে তা বিনামূল্যেই করা যাবে। কিন্তু আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আপডেট করাতে হলে দিতে হবে মূল্য।
অনলাইনে আধার কার্ড আপডেট করাতে প্রথমেই uidai.gov.in এ গিয়ে লগইন করতে হবে। এরপর আধার নম্বর লিখে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে। ওটিপি আসবে মোবাইল নম্বরে। ওটিপি দিয়ে লগইন করতে হবে। এরপর সিলেক্ট করতে হবে আপডেট আধার অনলাইন। এরপর প্রসিড টু আপডেট আধার এ ক্লিক করে প্রয়োজন মতো তথ্য পরিবর্তন করা যাবে।