Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Aadhaar Pan Link: মে মাসের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলুন, নয়তো আয়করে হবে বড় সমস্যা

মে মাস শেষ হওয়ার আগেই সেরে ফেলতে হবে এই জরুরি কাজ। নয়তো বড় সমস্যায় পড়তে হতে পারে করদাতাদের। ৩১ মে এর মধ্যে আধার এবং প্যান কার্ড লিঙ্ক (Aadhaar Pan Link)…

Avatar

By

মে মাস শেষ হওয়ার আগেই সেরে ফেলতে হবে এই জরুরি কাজ। নয়তো বড় সমস্যায় পড়তে হতে পারে করদাতাদের। ৩১ মে এর মধ্যে আধার এবং প্যান কার্ড লিঙ্ক (Aadhaar Pan Link) করানোর পরামর্শ দেওয়া হয়েছে আয়কর দফতরের তরফে। উচ্চ হারে টিডিএস যাতে না কাটা যায় সে কারণেই আধার প্যান লিঙ্ক করানোর উপরে জোর দেওয়া হচ্ছে। নিয়মানুসারে, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর বায়োমেট্রিক আধারের সঙ্গে সংযুক্ত না থাকলে প্রযোজ্য হারের দ্বিগুণ হারে টিডিএস কাটা হবে।

গত মাসেই একটি সার্কুলার জারি করে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল আয়কর দফতরের তরফে। এবার সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি পোস্টে আয়কর দফতরের তরফে বলা হয়েছে, উচ্চ হারে টিডিএস এড়াতে ৩১ মে এর মধ্যে আধারকে প্যানের সঙ্গে লিঙ্ক করাতে হবে। যারা এখনও এই কাজটি করেননি তাদের উক্ত সময়সীমার মধ্যে এই কাজটি সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অপর একটি পোস্টে আইটি বিভাগ ব্যাঙ্ক, বিদেশি মুদ্রা ডিলারের মতো সংস্থাগূলিকে জরিমানা থেকে বাঁচতে এসএফটি করানোর নির্দেশ দেওয়া হয়েছে। লভ্যাংশ প্রদানকারী কোম্পানি বা শেয়ার বাই ব্যাক করে রিপোর্টিং সংস্থাগুলিকে আয়কর দফতরের কাছে এসএফটি রিটার্ন জমা দিতে হবে। এই রিটার্ন দাখিল করতে বিলম্ব হলে প্রতিদিনের জন্য ১০০০ টাকা করে জরিমানা হতে পারে।

অনলাইনে প্যান আধার লিঙ্ক করাতে প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ই ফাইল পোর্টাল খুলতে হবে। এরপর ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ লিখে লগইন করতে হবে। এরপর প্যান এ প্রবেশ করা তথ্যের সঙ্গে আধারের তথ্য মেলাতে হবে। তারপর আধার নম্বর লিখে লিঙ্ক নাও তে ক্লিক করতে হবে। তাহলেই প্যানের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাবে।

About Author