Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নতুন প্রকল্পের ঘোষণা উদ্ধব সরকারের, ১০ টাকায় খাওয়ার এবং সাথে ১ টাকায় চিকিৎসা

Updated :  Sunday, December 1, 2019 7:48 AM

মহারাষ্ট্র : দীর্ঘ টানাপোড়ন, পট পরিবর্তনের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন উদ্ধব বাল ঠাকুর। অনেক টানাপোড়ন পেরিয়ে মহারাষ্ট্রে তৈরী হল স্থায়ী সরকার। তাই এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এবং কৃষক দুরবস্থা এবং কর্ম সংস্থানের ব্যবস্থা করে জনগণের আস্থা অর্জনে নতুন জনমোহিনী প্রকল্পের ঘোষণা করলো উদ্ধব সরকার।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পর উদ্ধব ঠাকুর দাবি করেছিলেন যে তার সরকার জনগণের সরকার এবং মহারাষ্ট্রবাসী যাতে পেটপুরে খেতে পারে তার জন্য তিনি নতুন প্রকল্প আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই শপথ গ্রহণ করার পরেই মন্ত্রীসভার প্রথম বৈঠকে তিনি আমজনতার জন্য নতুন কর্মসূচি হিসাবে কিছু জনমোহিনী প্রকল্পের কথা ঘোষণা করেন। এই প্রকল্পে তিনি দরিদ্র পরিবারের জন্য ১ টাকায় চিকিৎসা এবং ১০ টাকায় অন্নহীনদের ভরপেট খাওয়ার দেওয়ার কথা ঘোষণা করেন।

এছাড়া এই প্রকল্পে উদ্ধব সরকার দরিদ্র পরিবারের মেয়েগুলির জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেন। এর পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা কর্মসংস্থান এবং কৃষিক্ষেত্রে উন্নতি সাধন করার উপর জোর দেওয়া হয়। তাছাড়া বেসরকারি চাকরিতে স্থানীয় বাসিন্দাদের জন্যে ৮০ শতাংশ সংরক্ষণ এবং বস্তি উন্নয়ন থেকে শুরু করে কৃষি ঋণ মুকুবের কথা ঘোষণা করেন।