কলকাতানিউজ

স্কুলে ছাত্রছাত্রীরা বসে, অনশনে শিক্ষকরা, ক্লাস করতে পারছে না তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে : পার্থ চট্টোপাধ্যায়

Advertisement

কলকাতা : সল্টলেকে আন্দোলন করতে শুরু করেছেন রাজ্যে পার্শ্বশিক্ষকরা সম কাজে সম বেতন এর দাবিতে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন ছাত্রছাত্রীরা ক্লাসে বসে আছে, তারা ক্লাস করতে পারছে না তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। কারণ তাদের শিক্ষকরা রাস্তায় বসে আছেন। সরকারি কাজ কে কেন এই শিক্ষকরা অমান্য করছেন? তাদের আন্দোলন সম্পর্কে এমনটাই দাবি তুলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে আন্দোলনকারীরাও তাদের সিদ্ধান্তে অনড়, তারা বলেছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ তাদের অনশন চলবে।তাদেরই দ্রুত তার জন্য সরকার অনেকটা নড়েচড়ে বসেছে। তাই আন্দোলনকারীদের শোকজ করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। তারা কেন ১১ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলেন তার কারণ দর্শাতে বলা হয়েছে।

রাজ্যে পার্শ্ব শিক্ষকের সংখ্যা ৪৮ হাজার, তবে সকলেই অনশন আন্দোলনের যোগ দেননি এদের মধ্যে ১৫ হাজার শিক্ষক মাত্র যোগ দেন। ৪৬ জন অনশন করেন এর মধ্যে ৮ জন মহিলা। তারা দাবি করেন সরকার এর কোন ভ্রুক্ষেপই নেই।

Related Articles

Back to top button