Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ধর্ষণ-খুনের মতো ঘটনায় প্রধানমন্ত্রীর নীরব কেন? প্রশ্ন তুললেন অধীর চৌধুরী

বিভিন্ন বিষয়ে নিজের মতামত দেন তিনি। নিজের মনের কথা অন্যদের শোনাতে করেন 'মন কি বাত' অনুষ্ঠান। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আবার সেই তিনিই মৌনব্রত পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই নীরবতাকেই…

Avatar

বিভিন্ন বিষয়ে নিজের মতামত দেন তিনি। নিজের মনের কথা অন্যদের শোনাতে করেন ‘মন কি বাত’ অনুষ্ঠান। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আবার সেই তিনিই মৌনব্রত পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই নীরবতাকেই আজ বিঁধলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

হায়দ্রাবাদে তরুণী পশু চিকিৎসকের উপর ঘটা নারকীয় ঘটনায় সারা দেশ উত্তাল। অথচ সব বিষয়ে মুখ খোলা প্রধানমন্ত্রী অদ্ভূত ভাবে নীরব। যা নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধে কংগ্রেসের দলনেতা এদিন বলেন, ‘শুধু দেশ নয়, সারা বিশ্ব জুড়ে হায়দ্রাবাদ কান্ডের প্রতিবাদে মুখ খুলেছেন বিভিন্ন ব্যক্তি। অথচ আমাদের প্রধানমন্ত্রী সামান্য সমবেদনা পর্যন্ত জানাননি।’ প্রধানমন্ত্রীর এমন আচরণে তিনি অবাক হয়েছেন উল্লেখ করে অধীর চৌধুরী বলেন, ‘এটা খুবই দুঃখজনক। আমাদের বাড়ির শিশু, বোনদের উপর অত্যাচার হলেও দেশের অভিভাবক হয়ে প্রধানমন্ত্রী কিছু বললেন না।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হায়দ্রাবাদ কান্ডের বিচার ফাস্ট ট্র্যাক আদালতে করার উদ্যোগ নিয়েছে তেলেঙ্গানা সরকার। অভিযুক্তদের কড়া নিরাপত্তায় আটকে রাখা হয়েছে। দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার প্রয়াস নেওয়া হচ্ছে।

About Author