রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জাতীয় ও আঞ্চলিক ছুটি মিলিয়ে ২০২৪ সালের জুলাই মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার ঘোষণা দিয়েছে। নিয়ম অনুযায়ী, রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে, আগামী মাসে ব্যাঙ্কিং সেবা ১২ দিনের জন্য ব্যাহত হবে। আগামী মাসে এবার কোন কোন দিন কোন কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তা জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
জুলাই মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা:
১) ৩ জুলাই: শিলংয়ে দিয়েনখলাম উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক।
২) ৬ জুলাই: মিজোরামের আইজলে এমএইচআইপি দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
৩) ৭ জুলাই: এদিন রবিবার। গোটা দেশেই এদিন ব্যাংক বন্ধ থাকবে।
৪) ৮ জুলাই: কং-রথযাত্রা উপলক্ষে ইম্ফলে ব্যাংক বন্ধ থাকবে।
৫) ৯ জুলাই: গ্যাংটকে দ্রুকপা শে-জি উপলক্ষে এদিন ব্যাংক হলিডে।
৬) ১৩ জুলাই: এদিন মাসের দ্বিতীয় শনিবার। তাই গোটা দেশেই ব্যাংক বন্ধ থাকবে।
৭) ১৪ জুলাই: রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ।
৮) ১৬ জুলাই: হরেলা উৎসব উপলক্ষে এদিন দেরাদুনে বন্ধ থাকবে ব্যাংক।
৯) ১৭ জুলাই: মহরমের জন্য এদিন দেশের বিভিন্ন জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। পানাজি, তিরুবনন্তপুরম, কোচি, কোহিমা, ইটানগর, ইম্ফল, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, চণ্ডীগড়, ভুবনেশ্বর, আহমেদাবাদ ছাড়া অন্যান্য রাজ্যে এদিন ব্যাংক বন্ধ।
১০) ২১ জুলাই: রবিবার সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।
১১) ২৭ জুলাই: মাসের চতুর্থ শনিবার গোটা দেশের ব্যাংক বন্ধ থাকবে।
১২) ২৮ জুলাই: এদিন রবিবার। সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।
ব্যাঙ্কের ছুটি থাকার কারণে গ্রাহকদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। যেমন, টাকা জমা করা, টাকা তোলা, চেক ডিপোজিট করা, চেক ক্যাশ করা, নতুন অ্যাকাউন্ট খোলা, ঋণ নেওয়া বা ঋণ পরিশোধ করা ইত্যাদি কাজে সমস্যা হতে পারে। তাই ব্যাংকের ছুটি সম্পর্কে আগে থেকেই জেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ভালো। বর্তমানে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা থাকায় কিছুটা হলেও এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন গ্রাহকরা। মোবাইল ব্যাংকিং, UPI এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তারা ব্যাংকের অনেক কাজ সম্পন্ন করতে পারবেন। তবে জরুরি কাজের জন্য ব্যাংকে যেতে হলে আগে থেকেই জেনে নিয়ে যেতে হবে যে ব্যাংক খোলা আছে কিনা।