দেশনিউজরাজ্য

Indian Railways: যাত্রীদের জন্য রেলের নতুন নিয়ম, ট্রেনে উঠলে বদলাতে হবে এই অভ্যাস

এই নিয়মগুলো মেনে চলার ব্যাপারে ভারতীয় রেল বারংবার অনুরোধ করেছে। এই সমস্ত নিয়ম মেনে না চললে ব্যবস্থা নিতে পারে রেল।

Advertisement

ভারতীয় রেল আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড। রেলের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ কোটি মানুষ যাতায়াত করেন। আপনিও নিশ্চয়ই জীবনের কোনো না কোনো সময়ে ভ্রমণ করেছেন। কিন্তু নিয়মিত ট্রেনে যাতায়াত করা যাত্রীরা হয়তো জানেন না যে রেলের অনেক নিয়ম রয়েছে। এই নিয়মগুলো মেনে চলার ব্যাপারে ভারতীয় রেল বারংবার অনুরোধ করেছে। এই সমস্ত নিয়ম মেনে না চললে ব্যবস্থা নিতে পারে রেল। রেলে সফর করার সময় লাইট জ্বালানো বা নেভানোর ব্যাপারেও রয়েছে নিয়ম। অনেকেই হয়তো সেটা জানেন না। না জানলে জেনে নিন, অন্যথায় সমস্যায় পড়তে পারেন।

যাত্রীকে ক্ষতির মুখে পড়তে হতে পারে

এটা হয়তো অনেকেই জানেন না রেলের নিয়ম অনুযায়ী, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোচের আলো জ্বালানো যায় না। যাত্রীদের ঘুমের জন্য এই সময়সীমা বেঁধে দিয়েছে রেলওয়ে। এ সময়ের মধ্যে কোনো যাত্রী লাইট জ্বালিয়ে কোনো কাজ করলে অন্য যাত্রীরা সমস্যায় পড়তে পারেন এবং সংশ্লিষ্ট যাত্রীকে ক্ষতির মুখে পড়তে হতে পারে। এছাড়াও রয়েছে আরও একটি নিয়ম। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সম্প্রতি বলেছেন, ‘সামগ্রিকভাবে বৈদ্যুতিক শক্তির অপব্যাবহার কমানো লক্ষ্য। পরিবেশের ভারসাম্য রক্ষা করা জরুরি। এই প্রচেষ্টাগুলি জন্য যাত্রীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কীভাবে করবেন সহযোগিতা?

কীভাবে করবেন সহযোগিতা? সেটাই খুবই স্পষ্ট করে বলা রয়েছে। যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত আলো থাকলে আলোর সুইচ বন্ধ করে দিন। অন্তিম স্টেশনে নামার সময়েও আলো পাখা বন্ধ করার ব্যাপারে অনুরোধ করা হয়েছে।

Indian Railways Light Fan off rule

ট্রেনে সফর করার সময় আর কী কী নিয়ম মাথায় রাখা জরুরি?

  • ট্রেনে কোনো যাত্রীকে মোবাইলে উচ্চস্বরে কথা বলতে দেওয়া হবে না।
  • ট্রেনে ভ্রমণের সময় ইয়ারফোন ছাড়া উঁচু গলায় গান শোনা যায় না।
  • রাত ১০টার পর যাত্রীদের লাইট জ্বালাতে দেওয়া হবে না।
  • ট্রেনে সিগারেট এবং অ্যালকোহলের মতো নেশাজাতীয় জিনিস খাওয়া যাবে না।
  • ট্রেনে কোনো ধরনের দাহ্য বস্তু বহন করা যাবে না।
  • দল বেঁধে ভ্রমণ করা যাত্রীরা রাত ১০টার পর উচ্চস্বরে কথা বলতে পারবেন না।
  • রাত ১০টার পর ট্রেনে কোনও খাবার উঠতে দেওয়া হয় না, যদিও যাত্রীরা ট্রেনে থাকাকালীন ই-ক্যাটারিং পরিষেবার মাধ্যমে তাদের খাবার বা স্ন্যাকস অগ্রিম অর্ডার করতে পারেন।

Related Articles

Back to top button