বৃহস্পতিবার সংসদ ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছিলেন নতুন সরকারে ৭০ বছরের বেশি বয়সী সমস্ত ব্যক্তিকে আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা দেওয়া হবে। শুধু তাই নয় কৃষকদের জন্য সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে বলেও ঘোষণা করেছিলেন তিনি। কুড়ি হাজার কোটি টাকা কৃষকদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এর মাধ্যমে কৃষকদের আরো স্বাবলম্বী করা হবে বলে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।
ইশতেহার প্রকাশের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭০ বছর বা তার বেশি বয়সীদের জন্য এই সমস্ত প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন বৃদ্ধদের সবথেকে বড় দুশ্চিন্তা হলো তারা কিভাবে রোগের চিকিৎসা করতে পারবেন। আর মধ্যবিত্তদের জন্য এই চিন্তা সব থেকে বেশি। সেই কারণেই এবারে মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক ব্যক্তিকে আয়ুষ্মান ভারত যোজনার অধীনে নিয়ে আসা হবে।
বিজেপি ইশতেহারে জানিয়েছে, ‘আমরা বয়স্কদের সমস্ত রোগের চিকিৎসা করতে এবং তাদের বিনামূল্যে ও ভালো মানের স্বাস্থ্যপরিসেবা দেওয়ার জন্য আয়ুষ্মান ভারতের বাজেটকে প্রসারিত করব।’ ২০১৯ সালের আর্থিক বছরের বাজেটের সময় তৎকালীন অর্থমন্ত্রী এই প্রকল্প চালু করেছিলেন। সেই সময় এটাকে আয়ুষ্মান ভারত যোজনা হিসেবে চালু করা হয়েছিল যা এখন জন আরোগ্য যোজনা হিসেবেও পরিচিত। এই প্রকল্পের অধীনে বর্তমানে ৫ লক্ষ টাকার চিকিৎসার সুবিধা প্রদান করা হয়।