ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: ঘরে বসেই স্ত্রীর সঙ্গে ৫ লক্ষ টাকার বেশি আয় করতে পারবেন, জানুন কীভাবে

স্ত্রীকে নিয়ে অ্যাকাউন্ট খুলুন। যৌথ অ্যাকাউন্টে বিনিয়োগের সীমা বেশি। 

Advertisement

অনেক সময় এককালীন টাকা থাকলেও নিয়মিত আয়ের কোনো উৎস থাকে না। অবসরের পর বার্ধক্যজনিত কারণে মানুষের প্রায়ই এই সমস্যা হয়। এই ধরনের লোকদের নিয়মিত আয় করার জন্য সরকার বিভিন্ন প্রকল্প তৈরি করেছে। এই প্রকল্পগুলির মধ্যে একটি হল Post Office Monthly Income Scheme।

স্ত্রীকে নিয়ে অ্যাকাউন্ট খুলুন

প্রকল্পের নাম থেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই যোজনায় প্রতি মাসে ইনকাম হতে চলেছে। এটি একটি আমানত প্রকল্প, যাতে প্রতি মাসে সুদের মাধ্যমে অর্জিত হয়। এই স্কিমটি একক এবং যৌথ উভয় উপায়ে অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করে। অবসরের পর আপনি যদি এই যোজনার মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে স্ত্রীকে নিয়ে অ্যাকাউন্ট খুলুন। যৌথ অ্যাকাউন্টে বিনিয়োগের সীমা বেশি।

 

৫ লক্ষ টাকার বেশি আয়

এমন পরিস্থিতিতে আপনি ঘরে বসেই এই যোজনা থেকে ৫ লক্ষ টাকার বেশি আয় করতে পারবেন। বর্তমানে ডাকঘরের মাসিক সঞ্চয় প্রকল্পে ৭ দশমিক ৪ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। স্ত্রীর সঙ্গে একসঙ্গে ১৫ লক্ষ টাকা জমা দিলে ৭.৪ শতাংশ সুদে প্রতি মাসে ৯,২৫০ টাকা আয় হবে। এইভাবে, এক বছরে ১, ১১, ০০০ টাকা নিশ্চিত উপার্জন হবে। ১, ১১, ০০০ x ৫ = ৫, ৫৫, ০০০ টাকা এইভাবে ৫ বছরে কেবল সুদ দ্বারা উপার্জন হবে।

অন্য দিকে আপনি যদি একা এই অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনি সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমা করতে পারবেন। এক্ষেত্রে প্রতি মাসে ৫,৫৫০ টাকা সুদ পাবেন। এভাবে আপনি বছরে ৬৬,৬০০ টাকা সুদ হিসেবে নিতে পারবেন। এইভাবে আপনি একটি সিঙ্গেল অ্যাকাউন্টের মাধ্যমে ৫ বছরে সুদের মাধ্যমে মোট ৩, ৩৩, ০০০ টাকা উপার্জন করতে পারেন।

Related Articles

Back to top button