দেশনিউজ

৮৬ ধর্ষণ, ১৮৫ যৌন হেনস্থা নিয়ে উন্নাও যেন যৌন লালসার অবাধ ভূমি

Advertisement

নারী নির্যাতনের কারণে বারবার শিরোনামে উঠে এসেছে উত্তরপ্রদেশের উন্নাও। যোগী রাজ্যের এই শহর যেন এখন ধর্ষকদের লীলাভূমি। ২০১৯-এর সরকারি রিপোর্ট বলছে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এই ১১ মাসে ৮৬ টি ধর্ষণ ও ১৮৫ যৌন হেনস্থার ঘটনা ঘটেছে এই উন্নাওয়ে। তার কয়েকটি বেশ গুরুতর অভিযোগ রয়েছে বলেও জানা গেছে। বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের নেতৃত্বে ভয়ঙ্করতম ধর্ষণের ঘটনা ঘটেছে। আবার বৃহস্পতিবারের ঘটনাও নৃশংসতার দিক থেকে কিছু কম নয়। বারবার ধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

৩১ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট এই উন্নাও জেলা কানপুর থেকে মাত্র ২৫ কিমি এবং লক্ষ্মৌ থেকে মাত্র ৬৩ কিমি দূরে। অথচ প্রশাসনের নাকের ডগায় এভাবেই দিনের পর রচিত হয়ে চলেছে এমন অত্যাচারের কাহিনী। এক বছরে সবচেয়ে বেশী ধর্ষণের ঘটনা ঘটেছে উন্নাওয়ের অশোকা, মাখি, আজগাঁ, বাঙ্গারমাও এলাকায়, বলছে পুলিশের রিপোর্ট।

Related Articles

Back to top button