Share Market: এই ৮ শেয়ারের দিকে নজর রাখুন, বিনিয়োগকারীরা পেতে পারেন বড় লাভ
স্টক মার্কেটে বর্তমানে যদি বিনিয়োগ করতে হয় তাহলে আপনাকে আগে থেকে স্টকের পরিস্থিতি দেখে রাখতে হবে
এখনকার দিনে ভারতের বিনিয়োগ করার জন্য সবাই মুখিয়ে রয়েছেন। ভারতে চাকরির বাজার খুবই খারাপ এবং সেই কারণে এখন অনেকেই কিন্তু এরকম বিনিয়োগ করে টাকা রোজগার করতে চাইছেন। তবে আপনাকে অবশ্যই আগে থেকে জেনে রাখতে হবে, আপনি কোন স্টকে বিনিয়োগ করবেন। আর কোন স্টকে আপনি বিনিয়োগ করলে আপনি সবথেকে বেশি লাভ পাবেন। চলুন তাহলে এই তালিকাটা দেখে নেওয়া যাক।
১. ডিকসন টেকনোলজি
সোমবার এই কোম্পানি ঘোষনা করেছে, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি AIDL ডিকসন টেকের ৫০ শতাংশ শেয়ার আদিত্য ইনফোটেকের কাছে বিক্রি করতে চলেছে। সেই কারণেই এই কোম্পানির স্টক এখন কিছুটা উপর দিকে রয়েছে।
২. গোদরেজ কনজিউমার প্রোডাক্ট
গোদরেজ কনজিউমার প্রোডাক্ট জুন ত্রি মাসিকে হোম কেয়ার এবং পারসোনাল কেয়ার বিভাগে দ্বিগুণ অংকের ভলিউম বৃদ্ধি করেছে। উচ্চ সিঙ্গেল ডিজিট মান বৃদ্ধির প্রত্যাশা করছে এই কোম্পানি।
৩. সোয়ান এনার্জি
ব্ল্যাকরক কোম্পানির তিনটি সহযোগী সোমবার খোলা বাজারে ঘোষণা করেছে, সোয়ান এনার্জি লিমিটেড এর ৩০৪ কোটি টাকা শেয়ার তারা কিনেছেন। যারা বিক্রি করেছেন তাদের মধ্যে দুজন বিদেশি বিনিয়োগকারী রয়েছেন। ১৫ লক্ষ শেয়ার এবং ১২ লক্ষ শেয়ার প্রতি শেয়ার ৬৬৬.২ টাকায় বিক্রি করা হয়েছে।
৪. নেসলে ইন্ডিয়া
সোমবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নেসলে ইন্ডিয়া, লিমিটেডের শেয়ারহোল্ডাররা তাদের সুইজারল্যান্ড এর পেরেন্ট কোম্পানিকে রয়ালটি প্রদানের হার হিসেবে ৪.৫ শতাংশ অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে।
৫. বাজাজ ফিনসার্ভ
বাজাজ লিমিটেডের সহযোগী সংস্থা বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্সুরেন্স কোম্পানি এবং লাইফ ইন্সুরেন্স কোম্পানি সোমবার জুন মাসের অস্থায়ী পরিসংখ্যান ঘোষণা করে দিয়েছে। বাজাজ কোম্পানিটি জানিয়েছে এই কোম্পানি জুন মাসে ১ হাজার ২৩৪ কোটি টাকার গ্রস প্রিমিয়াম অর্জন করতে পেরেছে।
৬. বন্ধন ব্যাঙ্ক
সোমবার বন্ধন ব্যাংক ঘোষণা করেছে, বিশ্বব্যাপী ব্যবসায়িক লেনদেনের সুবিধা করার জন্য বাণিজ্যিক পণ্যগুলির অ্যারে চালু করতে চলেছে তারা।
৭. মারুতি সুজুকি
নতুন বছরে একেবারে রেকর্ড গড়ে দিয়েছে maruti suzuki। এই কোম্পানিটি ভারতীয় রেলের মাধ্যমে ২ মিলিয়ন গাড়ি সরবরাহ করেছে। এই কারণে বর্তমানে এই কোম্পানির স্টক অনেকটা উপরে দিকে রয়েছে
৮. রেল টেল
২০২৩-২৪ আর্থিক বছরে ইকুইটি শেয়ারে ১.৮৪ টাকা লভ্যাংশ দেবার ঘোষণা করেছে এই রেল টেল কোম্পানিটি।