দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

7th Pay Commission: পুজোর আগে লক্ষ্মীলাভ! কর্মীদের পকেট গরম করতে পারে কেন্দ্রীয় সরকার

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে বা দূর্গা পুজোর উৎসবের হবে মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করতে পারে।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য শীঘ্রই সুখবর আসতে পারে। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে বা দূর্গা পুজোর উৎসবের হবে মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করতে পারে। বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) ১ লা জুলাই ২০২৪ থেকে কার্যকর হতে পারে।

Advertisement
Advertisement

উৎসবের হবে মহার্ঘ ভাতা বৃদ্ধি!

তবে এই বৃদ্ধিও ৪ শতাংশ পর্যন্ত হতে পারে, তা নির্ভর করবে মূল্যস্ফীতি পরিস্থিতির ওপর। আগামী সেপ্টেম্বরের প্রথম তারিখে সরকার যদি ৩ থেকে ৪ শতাংশ ডিএ বাড়ায়, তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের প্রাপ্ত ডিএ ৫৩ থেকে বেড়ে ৫৪ শতাংশ হতে পারে। বর্তমানে ডিএ মূল বেতনের ৫০ শতাংশ। বিভিন্ন মিডিয়া রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, মূল বেতনে ডিএ অন্তর্ভুক্ত করার কথা থাকলেও ৫০ শতাংশের বেশি ডিএ হলে তা মূল বেতনের অন্তর্ভুক্ত হবে না। তার পরিবর্তে এইচআরএ-সহ ভাতা বাড়ানো হবে।

Advertisement

পুরনো পেনশন প্রকল্প চালু ও পুনর্বহালের দাবি

অর্থাৎ একটা লিমিট করার পর ডিএ বাড়লে এইচআরএ অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা বাড়বে। এ প্রসঙ্গে জেনে রাখা ভাল, চতুর্থ বেতন কমিশনের একটা সময় ডিএ ১৭০ শতাংশে পৌঁছেছিল। ২০২৪ সালের মার্চ মাসে নরেন্দ্র মোদী সরকার মূল বেতনের ৪ শতাংশ থেকে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছিল এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। অষ্টম বেতন কমিশন গঠন প্রসঙ্গে কেন্দ্রীয় কর্মচারী ও শ্রমিক ইউনিয়ন ২০২৪ সালের বাজেটের আগেই পুরনো পেনশন প্রকল্প চালু ও পুনর্বহালের দাবি জানিয়েছে।

Advertisement
Advertisement

7th Pay Commission may activate from upcoming Durga Puja

যদিও অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জুলাই মাসে রাজ্যসভায় জানিয়েছিলেন, অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব সরকারের নেই। সপ্তম বেতন কমিশন ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে নিয়োগ করা হয় এবং এর সুপারিশ ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়। সাধারণত সরকারি কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের জন্য প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকার। তাই আপাতত অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব না থাকলেও মহার্ঘ ভাতা বৃদ্ধি কর্মচারীদের স্বস্তি দিতে পারে।

Related Articles

Back to top button