রশ্মিকা মন্দানা, একজন অভিনেত্রী যিনি তার অভিনয় দক্ষতা, সৌন্দর্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য দ্রুত খ্যাতি অর্জন করেছেন। কন্নড় চলচ্চিত্র ‘ক্রিক পার্টি’ দিয়ে তার অভিনয় জীবন শুরু করার পর থেকে, তিনি তেলুগু, তামিল এবং হিন্দি চলচ্চিত্র শিল্পেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।কর্ণাটকের কোডাইকানালে জন্মগ্রহণকারী রশ্মিকা, মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ২০১৫ সালে ‘ক্রিক পার্টি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি কন্নড় চলচ্চিত্রে অভিষেক করেন। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল এবং রশ্মিকাকে রাতারাতি তারকা করে তুলেছিল।
রশ্মিকা মন্দানার পরিচয়
২০১৭ সালে, রশ্মিকা তেলুগু চলচ্চিত্র ‘গীতা গোবিন্দ’ দিয়ে তার তেলুগু অভিষেক করেন। ছবিটি ব্লকবাস্টার হয়ে ওঠে এবং রশ্মিকাকে তেলুগু চলচ্চিত্র শিল্পের একজন প্রধান অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর তিনি ‘দেবদাস’ এবং ‘পুষ্প: দ্য রাইজ’ এর মতো আরও বেশ কিছু সফল তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন। ২০২১ সালে, রশ্মিকা তামিল চলচ্চিত্র ‘সুলতান’ দিয়ে তার তামিল অভিষেক করেন। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল এবং রশ্মিকাকে দক্ষিণ ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে আরও শক্তিশালী করে তুলেছিল। আবার বলিউডেও পা দিয়েছেন এই অভিনেত্রী। পাশাপশি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ফ্যান ফলোয়ার রয়েছে রশ্মিকার। তাই তাঁর কোনো ভিডিও ইন্টারনেট দুনিয়াতে এলেই তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেন নেট নাগরিকরা।
রশ্মিকা মন্দানার ভাইরাল ভিডিওর বিবরণ
সম্প্রতি এই অভিনেত্রীর একটি ইভেন্টের ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে রশ্মিকা খুব সুন্দর একটি ডিজাইনার লেহেঙ্গা চোলি পরে আছেন। তাঁকে দেখতে ‘মহারানীর‘ মত লাগছিল। তাঁর এমন সৌন্দর্য্য দেখে স্তম্ভিত হয়ে গেছেন দর্শকরা। তাই তো এই ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে আসতেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেট নাগরিকরা। অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে রশ্মিকা ফের ‘ন্যাশনাল ক্রাশ‘ এর পদবী দাবি করছেন। আবার কেউ কমেন্ট করে বলেছেন, ‘বিউটিফুল‘। আবার কেউ বলেছেন, ‘লুকিং লাইক আ ডল‘। আপনিও এই ভিডিওটি দেখলে রশ্মিকার থেকে চোখ সরাতে পারবেন না। ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
View this post on Instagram