Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজ্য জুড়ে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Updated :  Saturday, December 14, 2019 5:33 PM

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তাল গোটা দেশ। বাংলার বিভিন্ন জেলায় জেলায় চলছে ভাঙচুর, অবরোধ। আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে স্টেশন, সরকারি বাস এমন কি থানাতেও। এই আক্রমণকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ, রেল অবরোধ করবেন না।

সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গণ্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শুক্রবার থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির কথা শোনা যাচ্ছিলো কিন্তু শনিবার সকাল থেকেই তা মহামারির আকার ধারণ করেছে। বসিরহাট, সাঁতরাগাছি, বেলডাঙা বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া গেছে। হাওড়া থেকে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। শুক্রবার সাধারণ মানুষকে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কিন্তু ২৪ ঘন্টায় পরিস্থিতি এই পর্যায়ে যাবে কেউ ভাবতে পারেনি। সবকিছু মিলে বিপর্যস্ত হচ্ছে সাধারণ জনজীবন। রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। একদল অন্যদলের উপর দোষারোপ করছে। পরিস্থিতি নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে।