Tata Nano: বাইকের দামে চারচাকা নিয়ে আসছে টাটা, সস্তা দামে পেয়ে যাবেন হাইফাই ফিচার
এই নতুন গাড়িটি ভারতের বাজারে ঝড় তুলতে আসছে খুব শীঘ্রই
এবারে খুবই সস্তায় বাইকের দামে লঞ্চ হতে চলেছে নতুন টাটা ন্যানো। দারুণ সলিড ফিচার নিয়ে গ্রাহকদের মন জয় করতে খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এই নতুন গাড়িটি। টাটা মটরস ২০২৪ সালের এই মডেলে যুক্ত করতে চলেছে শক্তিশালী ইঞ্জিন। ফোরহূইলার এই গাড়িটি মূলত ভালো পারফরম্যান্সের দিকেই নজর দেবে। ভারতীয় গ্রাহকদের সস্তায় আরো ভালো পারফরমেন্স দিতে টাটা ন্যানো বদ্ধপরিকর। ভারতীয় মার্কেটে এই গাড়িটি আসতে চলেছে একেবারে মধ্যবিত্তের বাজেটের মধ্যেই। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন অ্যাডজাস্টেবল সিট, সিডি প্লেয়ার এর মত বেশ কিছু সুবিধা। এই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে সস্তার মধ্যে টাটা ন্যানো ২০২৪ হতে চলেছে বেশ আকর্ষণীয়।
স্পেসিফিকেশন
টাটা ন্যানো ২০২৪ সালের মডেলে আপনারা পেয়ে যাবেন টিউবলেস টায়ারের সুবিধা। এতে ৪/৪ বিকল্প থাকবে। আগের মডেলের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছিল, তাই এবারও সেই একই ফিচার দেওয়া হবে। সুরক্ষার জন্য অতিরিক্ত ভাবে থাকবে চাইল্ড সেফটি লক, সিট বেল্ট এবং এডজাস্টেবল সিট এর সুবিধা। এছাড়াও গ্রাহকদের মনোরঞ্জনের জন্য ২০২৪ সালের টাটা ন্যানো গাড়িতে আপনারা পেয়ে যাবেন সিডি প্লেয়ারের ব্যবস্থা। এই গাড়িটির ওজন ২০০০ কেজি আশেপাশে থাকতে পারে। এই গাড়িটি প্রতি লিটারে ৩১ কিলোমিটার মাইলেজ দিতে পারবে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ছটি আলাদা আলাদা রং এর বিকল্প। এছাড়াও গ্রাহকদের সুবিধার জন্য থাকবে একটি সাত ইঞ্চি টাচস্ক্রিম ইনফোটেইনমেন্ট সিস্টেম। ফলে সব মিলিয়ে এটা আপনার জন্য একটা দারুণ সুযোগ হতে চলেছে।
দাম কত হবে এই গাড়ির?
সূত্রের খবর অনুযায়ী টাটা ন্যানো কোম্পানির এই নতুন গাড়িটির দাম মোটামুটি মধ্যবিত্তের বাজেটের মধ্যেই হবে। যেহেতু এই গাড়িটি একেবারেই মধ্যবিত্তের বাজেটে আসছে এবং বাইকের দামে পাওয়া যাবে, তাই আশা করা হচ্ছে এই গাড়ির দাম মোটামুটি ৩ লক্ষ টাকার আশেপাশে থাকবে। ২০২৪ সালে এই গাড়িটি লঞ্চ হতে পারে। আরটিও এবং বীমা মিলিয়ে ৩.৫ লক্ষ টাকা খরচ হতে পারে আপনার। ফলে বলতে গেলে এই গাড়িটি, অন্যান্য গাড়ির তুলনায় অনেকটাই সস্তায় আপনারা পাবেন।