আধুনিক সময়ে প্রত্যেকটি মানুষের সঙ্গী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া দুনিয়া। আর এই সোশ্যাল মিডিয়াতে প্রায় নিত্যনতুন এমন এমন কিছু জিনিস দেখা যায় যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো বিষয় নিয়ে চলতেই থাকে বিতর্ক। আর বিতর্ক এবং উরফি জাভেদ যেন এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের সমার্থক শব্দ। পোশাকী বিতর্কের জেরে প্রায় প্রতিদিন কোনো না কোনো খবরের শিরোনামে উঠে আসেন এই মডেল-অভিনেত্রী। ‘বিগ বস ওটিটি’ দিয়ে লাইমলাইটে এসেছিলেন উরফি জাভেদ। বিগ বসের ঘরে বেশিদিন টিকতে না পারলেও রিয়েল ওয়ার্ল্ডে উর্ফির লাস্যময়ী রূপ তাঁকে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছে।
উরফি জাভেদ ও ফ্যাশন বিতর্ক
বর্তমানে তিনি পরিচিতি পান পোশাক পরার কায়দার জন্য। পোশাক এবং স্টাইলের জন্য ট্রোল, সমালোচনা এবং বিদ্রূপ তাঁর রোজকার জীবনের সঙ্গী। তবে তিনি নিজেকে ইন্টারনেট ফ্যাশন স্টার মনে করেন। নেটিজেনদের হাজার ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হলেও নিজের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। সমস্ত নেগেটিভিটিকে উড়িয়ে দিয়ে নিজের মনের মত জীবনযাপন করেন উরফি।
উরফির ভাইরাল ভিডিওর বিবরণ
নিরন্তন বোল্ড অবতারে ফটোশুট এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন তিনি। অদ্ভুত পোশাক যেন তাঁর স্টাইল স্টেটমেন্ট এর অঙ্গ। সম্প্রতি পাপারাজ্জিরা তাঁকে এমন পোশাকে ক্যামেরাবন্দী করেছেন, যা দেখে তাজ্জব হয়ে যাবেন আপনি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে এবার ব্রায়ের বদলে বুকে পরে নিয়েছেন ডিসপ্লে বোর্ড। আর তাতে লেখা আছে, ‘নট ইন্টারেস্টেড‘। আর পরেছেন একটি লেদার শর্ট স্কার্ট। তাঁর কার্ভি ফিগার দেখে লজ্জায় লাল হয়ে যাবেন আপনিও। কিন্তু এই ভিডিও দেখে অনেকেই ট্রোল করেছেন। অনেকে মনে করেন, উরফি জাভেদ মিডিয়ার নজর কাড়ার জন্য এই ধরনের কাজ করেন। ভিডিওতে কেউ বলেছেন, ‘ক্রসড এভরি লিমিট‘। তবে অনেকে আবার প্রশংসা করে বলেছেন, ‘হাই ক্রিয়েটিভিটি লেভেল‘। আপনিও এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
View this post on Instagram














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside