আধার কার্ড নয় নাগরিকত্বের প্রমাণ ভোটার কার্ড ও পাসপোর্ট, জানিয়ে দিল আদালত
নাগরিকত্ব সংশোধনী বিল উত্তাল দেশ। ঠিক সেই সময়েই আদালত জানিয়ে দিল নাগরিকের কাছে থাকা ভোটার কার্ড ও পাসপোর্টই তার নাগরিকত্বের প্রমাণ। ২০১৭ সালে বাংলাদেশী সন্দেহে গ্রেপ্তার হওয়া দুই নাগরিকের ক্ষেত্রে মুম্বাইয়ের এক নিম্ন আদালতের রায়ে নাগরিকত্বের প্রমাণ হিসেবে তাদের পাশে থাকা ভোটার কার্ড ও পাসপোর্টকে মান্যতা দিয়েছে।
২০১৭ সালে মুম্বাই পুলিশ বাংলাদেশী সন্দেহে গ্রেপ্তার করে বছর সাতান্নর মহম্মদ মোল্লা ও তার ছেলে বছর তেইশের সইফুলকে। গ্রেপ্তারের পর তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আদালতে যায় মুম্বাই পুলিশ। আদালতে পুলিশ দাবি করেন, ধৃত দুই ব্যক্তি বাংলায় কথা বলার পাশাপাশি ভারতীয় হওয়ার নির্দিষ্ট নথি জমা করতে পারেননি। তাই এদের অবৈধ অনুপ্রবেশকারী রূপে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক।
আরও পড়ুন : ‘আমরাও পাকিস্তানের বিরুদ্ধে পালটা আক্রমনের জন্য তৈরি ছিলাম’ দাবি প্রাক্তন সেনা প্রধানের
এরপর ধৃত মহম্মদ মোল্লা ও সইফুল আদালতে তাদের পাসপোর্ট ও ভোটার কার্ড জমা করলে আদালত তাদের নির্দোষ বলে জানিয়ে দেয়। এই প্রসঙ্গে আদালতের নির্দেশ পাসপোর্ট ও ভোটার কার্ড নাগরিকের ভারতীয়ত্বের প্রমাণ। একইসঙ্গে আদালত এও জানায়, আধার কার্ড, রেশন কার্ড বা অন্যান্য যাবতীয় পরিচয়পত্র ভারতীয়ত্বের প্রমাণ নয়।