হিন্দি গানে লাল পাড় সাদা শাড়ি পরে দুর্দান্ত নাচ গুনগুন গুপ্তার, লোকজন বললেন – ‘এমএমএস লিকের পর এত জনপ্রিয়তা’

ইনস্টাগ্রাম তারকা এবং ইউটিউব স্টার গুনগুন গুপ্তা আবারো উঠে এলেন শিরোনামে। কিছুদিন আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছিল ভাইরাল। সেই ভিডিওটিতে মেয়েটি সম্ভবত গুনগুন গুপ্তা থাকলেও, অনেকে আবার বলেছিলেন, সেটা…

Avatar

ইনস্টাগ্রাম তারকা এবং ইউটিউব স্টার গুনগুন গুপ্তা আবারো উঠে এলেন শিরোনামে। কিছুদিন আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছিল ভাইরাল। সেই ভিডিওটিতে মেয়েটি সম্ভবত গুনগুন গুপ্তা থাকলেও, অনেকে আবার বলেছিলেন, সেটা অন্য কেউ। সেই চর্চা এখন অনেকটাই দূরে। তবে এবারে গুনগুন তার একটি নতুন ভিডিওর খাতিরে সোশ্যাল মিডিয়ার একেবারে শিরোনামে উঠে এসেছেন। এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে একটি সাদা রংয়ের শাড়ি পরে ক্যামেরার সামনে দুরন্ত ঠুমকা লাগাতে। তার সাথেই তার পরনে আছে একটি লাল রঙের ব্লাউজ। এই ভিডিওতে তার নাচ ভালোভাবেই প্রশংসা পেয়েছে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া তারকারাও এই ভিডিওর নিচে করেছেন কমেন্ট। এই ভিডিওটি ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করে দিয়েছে।

ভাইরাল হচ্ছে গুনগুনের নতুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় এখন তার এই নতুন ভিডিওটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে একটি সাদা রংয়ের একটি শাড়ি পরে দারুন নাচ করতে। এই নাচের ভিডিওতে তিনি অত্যন্ত জনপ্রিয় হিন্দি গান উদিত নারায়ন ও অলকা ইয়াগনিকের গাওয়া দিল কে বদলে সনম সঙ্গে নাচ করেছেন। তার ঠুমকার জাদুতে সকলেই চমকে গিয়েছেন। ভক্তরা এই ভিডিওটির নিচে নানা ধরনের কমেন্ট করেছেন। অনেকে তার নাচের প্রশংসা করে লিখেছেন ‘দুর্দান্ত’। আবার অনেকে তার ফিগারের প্রশংসায় পঞ্চমুখ। অনেকে আবার বলেছেন, গুনগুন তাদের ক্রাশ। আবার অনেক বিতর্কিত মন্তব্যও দেখা গেছে কমেন্ট বক্সে।

কলেজ ছাত্রী থেকে সোশ্যাল মিডিয়া স্টার

আপনাদেরকে জানিয়ে রাখি, গুনগুন দিল্লির পশ্চিম বিহারে বসবাসকারী একজন কলেজ ছাত্রী। গত বছর দ্বাদশ শ্রেণী পাস করেছেন তিনি। তবে, তখন থেকেই গুনগুন গুপ্তা নিজের সোশ্যাল মিডিয়া জার্নি শুরু করেন। তার প্রথম দিনগুলিতে, তিনি রাতে তার ঘর বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করতেন। তার পরিবারের সদস্যদের ভয়ে গুনগুন তার সোশ্যাল মিডিয়া আইডি থেকে বাড়ির সকল সদস্যকে ব্লকও করে দিয়েছিল। তবে এখন তিনি একজন তারকা। আর বাড়ির সদস্যরাও তাকে বেশ সমর্থন করেন বলেই অভিমত গুনগুনের।

About Author