আজও রাজপথে মমতার মিছিল, দক্ষিণ কলকাতা পড়তে পারে যানজটের কবলে
নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোমবার মমতা ব্যানার্জির মিছিল দেখে ছিল গোটা শহরবাসী। সোমবার দিন মিছিল ধর্মতলা থেকে শুরু করে জোড়াসাঁকো পর্যন্ত গিয়েছিল কিন্তু আজ মঙ্গলবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে পদযাত্রা শুরু হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৮বি বাস স্ট্যান্ড থেকে। মিছিলটি যাবে ঢাকুরিয়া সেতু, গোলপার্ক, গড়িয়াহাট রোড, রাসবিহারী এভিনিউ এবং ভবানীপুরের যদুবাবুর বাজার এ শেষ হবে। মিছিলটি শুরু হবে দুপুর একটা থেকে।
দক্ষিণ কলকাতা আজ একেবারে স্তব্ধ হতে চলেছে।অন্যদিকে হাওড়াতে আজ এই নাগরিকত্ব সংশোধনী বিল এর সমর্থনে মিছিল করেছে বিজেপি। মিছিলটি শুরু হবে হাওড়া কদমতলা থেকে শেষ হবে হাওড়া ময়দানে এসে। মিছিলে নেতৃত্ব দেবেন রাজু বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিজেপির আরেকটি মিছিল হতে চলেছে বেহালার ৩এ বাস স্ট্যান্ড থেকে শুরু করে মিছিলটি শেষ হবে বেহালা থানায়। মিছিলটি শুরু হবে দুপুর দেড়টা নাগাদ মিছিলে অংশগ্রহণ করবেন অধ্যাপক অনুপম হাজরা, জেলা সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায় ও মেঘনাথ পোদ্দার । এতগুলি মিছিল থাকায় সাধারণ মানুষ এর আজ নিঃসন্দেহে ভোগান্তি হতে চলেছে।