তৈরি হয়ে গেছে ভারতের 6G প্ল্যান, Jio, Airtel ও Vi-কে আল্টিমেটাম দিয়ে দিলেন সরকার
নিজের স্বাধীনতা দিবসের ভাষনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত হতে চলেছে এই ভারতীয় উপমহাদেশের প্রথম দেশ যেখানে সফলভাবে 6G পরিষেবা চালু হবে
আপনারা সকলেই জানেন ইতি মধ্যেই ভারতে ৫জি নেটওয়ার্ক পুরোপুরি ভাবে চালু হয়ে গিয়েছে। বেসরকারি দুটি টেলিকম সংস্থা এখন পুরোপুরি ভাবে ৫জি নেটওয়ার্ক চালু করে দিয়েছে তাদের গ্রাহকদের জন্য। ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল খুব শীঘ্রই তাদের ৫জি নেটওয়ার্ক চালু করতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে সরকার এখনো পর্যন্ত নিশ্চিত করেনি কবে এই দুটি সংস্থা তাদের ৫জি নেটওয়ার্ক চালু করবে। তবে ইতিমধ্যেই ভারতে 6G নেটওয়ার্ক চালু করার একটা আভাস দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রিলায়েন্স জিও ভারতী এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলের মত টেলিকম সংস্থাগুলিকে খুব শীঘ্রই ভারতে ৬জি নেটওয়ার্ক চালু করার জন্য জোর দিতে শুরু করেছেন।
মন্ত্রী টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন
কেন্দ্রীয় মন্ত্রী গত শুক্রবার টেলিকম অপারেটরদের সাথে দ্বিতীয় উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি 6G প্রযুক্তির বিকাশে ভারতের নেতৃত্ব নিয়ে জোর দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী মোদি ভারতে 6G-এর কথা ঘোষণা করেছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে ভারত প্রযুক্তি খাতে খুব দ্রুত কাজ করছে এবং দেশ শীঘ্রই 6G-তে প্রবেশ করতে চলেছে।
টেলিকম অপারেটর এই দাবিটি রেখেছে
প্রধানমন্ত্রী মোদির ঘোষণার পরে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া 6G চালু করার জন্য তার প্রচেষ্টা জোরদার করেছেন, যাতে ভারতে 6G প্রথম চালু করা যায়। একাধিক সংস্থার রিপোর্ট অনুসারে, টেলিকম অপারেটররা এই বৈঠকে 6G কিভাবে চালু করা যায় তার একটা রোড ম্যাপ তৈরি করার বিষয়ে আলোচনা করেছেন। এ ছাড়া বিদ্যুতের শুল্ক কমানোর দাবির ওপর জোর দেওয়া হয়েছে।
এর পাশাপাশি, ভারতে 6G পরিষেবা চালু করার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যাতে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবার জন্য 6G চালু করা যায়। পাশ্চাত্যের দেশ গুলিতে আগেই ৫জি চালু হলেও, ভারতীয় উপমহাদেশের দেশগুলির মধ্যে ভারত হল প্রথম দেশ যেখানে সফলভাবে 5G পরিষেবা চালু করেছে সরকার। আর এবারে এই ভারতীয় উপমহাদেশের প্রথম দেশ হিসেবে 6G চালু করতে চাইছে সরকার। সরকার ভারতের 5G এবং 6G নেটওয়ার্ককে ফুলপ্রুফ করার চেষ্টা করছে। এছাড়াও এতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কারণেই ভারত দেশীয়ভাবে 6G সেমিকন্ডাক্টর তৈরির উপর জোর দিয়েছে। তবে ভারতে 6G কবে চালু হবে? বর্তমানে এ বিষয়ে কোনো সঠিক তারিখ নেই। তবে খুব শীঘ্রই যে এই টেকনোলজি চালু হবে সেই ব্যাপারে আর দ্বিধা নেই বলেই মনে করছেন সকলে।