উরফি জাভেদের পোশাকে তরতরিয়ে উঠল বিশাল বড় কুমির, লোকজন বললেন ‘কুমিরটা ভালই মজায় আছে’

নিজের অস্বাভাবিক ফ্যাশন সেন্সের কারণে সব সময় সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন উরফি জাভেদ। সবসময় লাইমলাইটে থাকার জন্য কিছু না কিছু সুযোগ খুঁজে বেড়ান এই অভিনেত্রী। তিনি কখন কি করবেন তা…

Avatar

নিজের অস্বাভাবিক ফ্যাশন সেন্সের কারণে সব সময় সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন উরফি জাভেদ। সবসময় লাইমলাইটে থাকার জন্য কিছু না কিছু সুযোগ খুঁজে বেড়ান এই অভিনেত্রী। তিনি কখন কি করবেন তা কেউ বলতে পারেন না। অদ্ভুত পোশাক পরার কারণেই এই অভিনেত্রী একটা সময় সোশ্যাল মিডিয়ার শিরোনামে এসেছিলেন। তিনি কয়েকদিনের মধ্যে এতটাই ভাইরাল হয়ে উঠেছিলেন যে বলিউডের ছবির অফার পর্যন্ত এসে গিয়েছিল তার কাছে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তার একটা পরিচয় রয়েছে বলা যায়। তার একটা দারুন ফ্যান ফলোয়িং রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দারুন জনপ্রিয় হয় তার এই অদ্ভুত লুক

সোশ্যাল মিডিয়ায় সবসময় তার এই অদ্ভুত লুক এবং তার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে যায়। তিনি যে পোশাক পরেন না কেনো, সেটাই একেবারে ভাইরাল হয়ে যায়। তার পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রচুর লাইক পায়। LSD 2 ছবিতে অভিনয়ের পর তার জনপ্রিয়তা আরো বেশি বেড়ে গিয়েছে। কিছুদিন আগে তিনি আরেকটি কারণে সোশ্যাল মিডিয়ায় শিরোনামে উঠে এসেছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি নাকি বিগত ৩ বছর যাবৎ কোনো পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হননি। আর তার কারণ হিসেবে তিনি বলেছিলেন, যতদিন তিনি তার পারসোনাল জেট কিনতে পারবেন ততদিন তিনি কোনো পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হবেন না। এমনকি তিনি আরো বলেছিলেন, এই সময়ে তিনি কোনো পুরুষকে চুমু পর্যন্ত খাবেন না। আবার পাশাপাশি ওই একই সাক্ষাৎকারে বলিউড তারকা অর্জুন কাপুরকে নিয়ে তার সুপ্ত বাসনার কথাও জানান উরফী। ফলে এখন সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় উরফির একটা চর্চা চলছে।

এবার কুমির লাগানো পোশাকে ঝড় তুললেন উরফি

একাধিক সাহসী পোশাকে সোশ্যাল মিডিয়াতে এর আগেও আগুন লাগিয়েছেন উরফি জাভেদ। ফ্যাশনের ক্ষেত্রে সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষা করতে তিনি কোনভাবেই ভয় পান না। জনসমক্ষে বিনা দ্বিধায় সাহসী ভঙ্গিতে আসতে তার কোন অসুবিধা থাকে না। এবার তেমনই একটি অদ্ভুত কাজ করে ফেলেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বলিউডের এই মডেল অভিনেত্রীর পোশাকে লেগে রয়েছে একটি সবুজ রঙের কুমির। যদিও পোশাকে অভিনবত্ব নিয়ে আসতেই উরফি নিজেই এই কুমিরটিকে পোশাকে যোগ করেছেন। উরফীর ওই পোশাক দেখে সোশ্যাল মিডিয়াতে জোর আলোচনা শুরু হয়েছে। অনেক মানুষ এমন আছেন যারা কুমিরকে ভয় পান। সেখানেই উর্ফী জাভেদ কিভাবে ওই প্রাণীটিকে পোশাকের মধ্যে যোগ করেছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। চলুন তাহলে দেখে নিন এই ভিডিওটি।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)