Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২১৪ টাকায় প্রতিদিন ৩ জিবি ডেটা, Jio কে টক্কর দিতে BSNL নিয়ে আসছে নতুন আকর্ষণীয় প্ল্যান

Updated :  Thursday, September 5, 2024 4:45 PM

জিও, এয়ারটেল আর ভিআইয়ের মূল্যবৃদ্ধির জেরে দেশের অনেকেই খুঁজছেন সাশ্রয়ী মূল্যের প্যাক। আর এই সুযোগকে কাজে লাগিয়ে BSNL তাদের নতুন অফার দিয়ে গ্রাহকদের আকর্ষণ করছে।

সাশ্রয়ী মূল্যে 3GB ডেটা প্রতিদিন:

BSNL তাদের সাম্প্রতিক টুইটে জানিয়েছে, মাত্র ৫৯৯ টাকায় গ্রাহকরা ৮৪ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন। এর সাথে অসীম কল এবং প্রতিদিন ১০০টি এসএমএসও থাকছে। অর্থাৎ, মাসে মাত্র ২১৪ টাকায় গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি ডেটা উপভোগ করতে পারবেন। অর্থাৎ, আপনারা মোট ২৫২ জিবি ইন্টারনেট পাবেন।

২০২৫ সালে আসছে 5G:

অন্যদিকে, BSNL-এর অন্ধ্র প্রদেশের প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার, এল. শ্রীনু জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে BSNL তাদের ৫জি পরিষেবা চালু করার লক্ষ্যে কাজ করছে।

কেন BSNL-এর দিকে ঝুঁকছেন গ্রাহকরা?

অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় BSNL-এর প্যাক অনেক সাশ্রয়ী। BSNL একটি সরকারি কোম্পানি হওয়ায় গ্রাহকরা নিশ্চিত থাকতে পারেন যে পরিষেবা বন্ধ হয়ে যাবে না।

BSNL-এর অফিশিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ BSNL কেন্দ্র থেকে এই প্যাকটি নেওয়া যাবে। মনে রাখবেন, এই অফার সীমিত সময়ের জন্য হতে পারে। তাই দেরি না করেই এই সুযোগ কাজে লাগান।