দেশব্যবসা-বানিজ্য ও অর্থনীতিরাজ্য

WB 6th Pay Commission Update: পুজোর আগে বড় ঘোষণা রাজ্য সরকারের, শিক্ষকদের মুখে ফুটবে হাসি

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো নিয়ে এখন প্রচুর জল্পনা শোনা যাচ্ছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পেনশন নিয়ে বড় আপডেট দেওয়া হয়েছে।

Advertisement

পেনশন কিংবা পে কমিশন নিয়ে আলোচনা প্রায়শয়ই হয়ে থাকে। বিশেষত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো নিয়ে এখন প্রচুর জল্পনা শোনা যাচ্ছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পেনশন নিয়ে বড় আপডেট দেওয়া হয়েছে।

পেনশনের ব্যাপারে বড় আপডেট

রাজ্য সরকারের পক্ষ থেকে পেনশনের ব্যাপারে বড় আপডেট দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষকরা খুশি হবেন। শিক্ষক দিবসে দিনেই পেনশন সংক্রান্ত এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দীর্ঘ দিনের জট কাটার ব্যাপারে শিক্ষকদের সামনে নতুন আশার আলো।

সরকারের পক্ষ থেকে কী বলা হয়েছে?

শিক্ষক দিবসে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু নিজে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে খবর। নিয়ম অনুযায়ী, যে শিক্ষকরা টানা দশ বছর ধরে চাকরীর সঙ্গে যুক্ত থেকেছেন তাঁদের জন্য নিশ্চিত পেনশন ধার্য করা হবে। এই পর্যন্ত সমস্যা নেই। সমস্যা এর পরেই। অনেক সময় দেখা গিয়েছে কোনও কোনও শিক্ষক দশ বছরের কম সময় চাকরির সঙ্গে যুক্ত থেকেছেন। ধরে নেওয়া যাক টানা ৯ বছর ৬ মাস শিক্ষকতা করেছেন কোনও একজন। নিয়ম অনুযায়ী তাঁদেরও পেনশন পাওয়ার কথা। সেই অনুযায়ী যারা ৯ বছর ৬ মাস শিক্ষকতা করিয়েছেন তারাও অবসর নেওয়ার পর পেনশনের জন্য আবেদন করে থাকেন। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে শেষ পর্যন্ত আটকে যায় পেনশন।

 

WB 6th pay commission Update about pension for teachers

ব্রাত্য বসু কী বলেছেন?

দীর্ঘ দিনের অভিযোগ, আইন থাকলেও শিক্ষা দরফতরের পক্ষ থেকে সেটা প্রয়োগ করা হতো না। ব্রাত্য বসু এবার বলেছেন, ‘টানা ৯ বছর ৬ মাস অর্থাৎ দশ বছরের নীচে কর্মজীবন থাকলেও শিক্ষা দপ্তরের ক্ষমতাবলে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের পেনশন স্কিমের অধীনে আনা হবে।’ এই ঘোষণা বাস্তবে কার্যকর হলে নিঃসন্দেহে উপকৃত হবেন শিক্ষকরা।

Related Articles

Back to top button