Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

CAA-NRC এর প্রতিবাদে উদ্বিঘ্ন, পরিস্থিতি খতিয়ে দেখতে মালদহ-মুর্শিদাবাদ যেতে চান রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি: সিএএ, এনআরসি নিয়ে সম্প্রতি রাজ্যের যে অবস্থা, তাতে উদ্বিঘ্ন রাজ্যপাল জগদীপ ধনকড়। পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদ, মালদহ যেতে চান তিনি। বুধবার মুখ্য সচিব, ডিজির সঙ্গে বৈঠকে বসে এমনটাই…

Avatar

নিজস্ব প্রতিনিধি: সিএএ, এনআরসি নিয়ে সম্প্রতি রাজ্যের যে অবস্থা, তাতে উদ্বিঘ্ন রাজ্যপাল জগদীপ ধনকড়। পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদ, মালদহ যেতে চান তিনি। বুধবার মুখ্য সচিব, ডিজির সঙ্গে বৈঠকে বসে এমনটাই ইচ্ছাপ্রকাশ করেছেন। এদিন রাজভবনে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন রাজ্যপাল। সেখানে তিনি বলেন, মানুষের মাঝে গিয়ে তাঁদের বোঝাতে চান নাগরিকত্ব সংশোধনী আইনের তাৎপর্য। কী বলা হয়েছে এই আইনে। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, যাঁরা ভারতের নাগরিক, তাঁদের কোনও ভয় নেই।

রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ছিলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং মুখ্য সচিব রাজীব সিনহা। বৈঠক শেষে রাজ্যপাল বলেন, মুর্শিদাবাদ, মালদহের ঘটনায় ব্যথিত তিনি। প্রশাসনের অনুমতি নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যেতে চান। এর আগেও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে চেয়ে জেলা সফরে গিয়েছেন রাজ্যপাল। যদিও সে সময় রাজ্যপালের খুব ভাল অভিজ্ঞতা হয়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : CAB বিরোধী বিক্ষোভকারীদের উপর বোমা নিক্ষেপ রায়গঞ্জে, আহত ৭

বিভিন্ন কারণে প্রশাসনের কর্তারা সে বৈঠকে থাকতে পারেননি। এ নিয়ে এখনও সুযোগ পেলেই ঊষ্মা প্রকাশ করতে শোনা যায় রাজ্যপালকে। এরইমধ্যে আবার এই জেলা সফরের ইচ্ছা প্রকাশ। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের এই ইচ্ছা প্রসঙ্গে ডিজি, মুখ্য সচিবরা জানিয়েছেন পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে তারপর তিনি যেন জেলায় যান।

অন্যদিকে এদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন রাজ্যপাল। নাম না করে জগদীপ ধনকড় বলেন, সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। সংবিধান মেনে চলবেন এমনটাই কাম্য। তাঁর কথায়, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই আইন কখনওই ভারতীয় নাগরিকদের স্বার্থে আঘাত হানবে না। হিংসা থামাতে সকলে হাতে হাতে রেখে এগিয়ে আসুক, এদিন সে বার্তাই দেন রাজ্যপাল।

About Author