বর্তমানে ভারতের বেশিরভাগ মানুষ ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতেই পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন যে ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগেও কিন্তু আপনি একটি নিশ্চিত টিকিট বুক করতে পারেন। আপনাদের জন্য নতুন বেশ কিছু সুবিধা নিয়ে হাজির হয়েছে আইআরসিটিসি। মাঝেমধ্যে এরকম পরিস্থিতি হয় যে আপনাকে হঠাৎ করে কোথাও ঘুরতে যেতে হবে। সেই সময় আপনি টিকিট পেতে সমস্যার মধ্যে পড়ে যান। সেই সমস্যাকে দূর করার জন্য এবার একটা নতুন পদ্ধতি নিয়ে হাজির হলো irctc। এবার কিন্তু আপনারা ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগেও ট্রেনের নিশ্চিত টিকিট বুক করতে পারবেন। চলুন তাহলে এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
তৎকাল টিকিট বুক করতে সময় লাগে খুব কম
প্রেম ছাড়া পাঁচ মিনিট থেকে ৩০ মিনিট আগে রেলওয়েতে আপনি তৎকাল টিকিট এর সুবিধা পেয়ে যাবেন এবার থেকে। রিজার্ভেশন চার্ট দেখে, তারপরেই কিন্তু আপনারা তৎকাল টিকিট বুক করতে পারবেন। রেলওয়েতে দুটি ধরনের রিজার্ভেশন চার্ট রয়েছে। ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে প্রথম রিজার্ভেশন চার্ট তৈরি করা হয়। এতে তাদেরই নাম থাকে যাদের আসন সংখ্যা নিশ্চিত রয়েছে। সব মিলিয়ে এই চার্ট তৈরি করা হয়। অন্যদিকে, শেষ মুহূর্তে যদি কেউ টিকিট বাতিল করেন তাহলে আরেকটি চার্ট তৈরি করা হয়। দ্বিতীয় চার্টে সেই টিকিটটি দেখা যায় যেটা খালি রয়েছে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে এই চার্ট তৈরি করা হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowIrctc থেকে বুক করুন
আইআরসিটিসি ওয়েবসাইটে লগইন করার পরে আপনারা ট্রেন টিকিট বুকিং এর সমস্ত স্ট্যাটাস দেখতে পাবেন। এখান থেকে ট্রেনের নাম নম্বর তারিখ এবং স্টেশনসহ সমস্ত ডিটেইল যদি আপনি পূরণ করেন তাহলে আপনি গেট ট্রেন চার্ট নামের একটি অপশন দেখতে পাবেন। এই অপশন থেকে আপনি দু’রকম ধরনের চার্ট পেয়ে যাবেন। আপনার কাছে, ১ এসি, 2 এসি, 3 এসি, চেয়ার কার্ড এবং স্লিপার এর উপলব্ধ আসনের বিকল্প থাকবে। এরপর আপনি খালি আসনটি বুক করতে পারবেন খুব সহজে।