Business Idea: মাত্র ৫০০০ টাকায় বাড়িতে বসে মহিলারা শুরু করুন এই ব্যবসা, বাজারে রয়েছে ব্যাপক চাহিদা
এই ব্যবসার কারণে আপনি প্রচুর টাকা লাভ করতে পারবেন প্রতি মাসে
আজকালকার দিনে সবাই ব্যবসা করতে চান। সবাই বুঝেছেন, শুধুমাত্র ব্যবসা আপনার আয়কে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। তবে ব্যবসা করতে গেলে একটা অন্যতম জিনিসের প্রয়োজন হয় এবং সেটা হল পুঁজি। পুঁজির অভাবে কিন্তু অনেকেই পিছিয়ে আসেন এবং আবার কোন একটা চাকরিতে যুক্ত হয়ে যান। ফলে, সেই ব্যবসার আইডিয়া সেখানেই থেমে যায়। তবে, আর এমনটা হবেনা আপনার সাথে, কারণ আমরা আপনাদের আর জানাতে চলেছি এমন কয়েকটি ব্যবসার ব্যাপারে, যেখানে মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমেই আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নিন এই ব্যবসার ব্যাপারে।
উৎসবের সময় দারুন চলবে এই ব্যবসা
বর্তমানে ভারতে উৎসবের মৌসুম চলছে এবং এই সময়ই কিন্তু এই ব্যবসা সবথেকে ভালো চলে। বাড়ির মহিলাদের জন্য এই ব্যবসা খুবই ভালো হতে চলেছে। যারা বাড়িতে অবসর সময় কাটিয়ে থাকেন তারা এই ব্যবসা করে ভালো টাকা উপার্জন করতে পারবেন। এই ব্যবসা হলো মূলত উপহারের ঝুড়ি তৈরি করার ব্যবসা। আপনি যদি সাজসজ্জা কাজ পছন্দ করেন তবে এটা আপনার জন্য একটা ভালো ব্যবসার বিকল্প হয়ে উঠতে পারে। উৎসবের সময় এই ব্যবসার ব্যাপক চাহিদা থাকে এবং এটা যেকোন মানুষকে গিফট আইটেম হিসেবে দেওয়া যেতেই পারে।
কিরকম ধরনের উপহার সাজাবেন?
আজকাল মানুষ বিশেষ অনুষ্ঠানেই এই ধরনের উপহারের ঝুড়ি কিনতে পছন্দ করেন। এর ক্ষেত্রে সাধারণত মানুষজন খুব একটা বেশি দরকষাকষি করেন না। সেই কারণে আপনার লাভের জায়গা বেশি থাকবে এই ব্যবসায়। যদি আপনার উপহারের ঝুড়ি সুন্দর হয়, তাহলে আপনি ভালো দাম পাবেন আপনার তৈরি করা জিনিসের জন্য। হোলি, দিওয়ালি, দশেরা, জন্মদিন, বিবাহবার্ষিকী এবং অন্যান্য সমস্ত শুভ অনুষ্ঠানে এই ধরনের উপহারের ঝুড়ির একটা চাহিদা তৈরি হয়েছে। তাই আজকের দিনে গিফট বাস্কেট বাড়ির মহিলাদের জন্য একটা দারুণ বিজনেস আইডিয়া হয়ে উঠেছে।
কত টাকা বিনিয়োগ করতে হবে?
আপনি যদি এই গিফট বাস্কেট বিজনেস শুরু করতে চান তাহলে আপনার কিছু কিছু জিনিসের প্রয়োজন হবে। প্রথমত আপনাকে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের বাস্কেট কিনতে হবে। তার জন্য আপনাকে বিভিন্ন দাম দিতে হতে পারে। এরপর আপনাকে পছন্দসই জিনিস দিয়ে সেই বাস্কেট সাজাতে হবে। যদিও এই জিনিসগুলো কিন্তু আপনার খুব একটা বেশি পয়সা খরচ হবে না। আপনি মোটামুটি পাঁচ হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করলেই, এই গিফট বাস্কেট বিজনেস শুরু করতে পারবেন।
কি কি জিনিস লাগবে?
এই ব্যবসা শুরু করার জন্য আপনার সব থেকে আগে লাগবে বাস্কেট এবং তাকে প্যাকিং করার জন্য ফিতা। এছাড়াও সেই বাস্কেট ভালোভাবে মোড়ানোর জন্য কাগজ, স্থানীয় শিল্প এবং কারুকাজের সামগ্রী, আলংকারিক সামগ্রী, গহনার টুকরো, প্যাকেজিং পণ্যের স্টিকার, কাপড়ের টুকরো, পাতলা তার, কাঁচি, তারের কাটার, মার্কেট পেন, কাগজের শ্রেডার, শক্ত কাগজের স্টেপলার, রঙিন টেপ সবকিছুই লাগবে আপনার।
কিভাবে করবেন বিক্রি?
গিফট বাস্কেট বিক্রি করার জন্য আপনাকে একটা বিশেষ ধরনের মার্কেটিং করতে হবে। আপনাকে নমুনা উপহার প্রস্তুত করতে হবে এবং সেটা আপনার নিকটস্থ বাজারের বড় দোকানগুলিতে পাঠাতে হবে। তারা যদি এটাকে ভালো মনে করে, তাহলে তারা এই ধরনের গিফট বাস্কেট আরো কিনবেন আপনার থেকে। এছাড়াও আপনি অনলাইন ওয়েবসাইটে এই ধরনের জিনিস বিক্রি করতে পারেন। বাজার মূল্যের তুলনায় যদি একটু কম দাম রাখেন, তাহলে আপনার গিফট আইটেম ভালো বিক্রি হবে। আপনি নিজের বাড়িতে বসেই এই কাজটা করতে পারেন। এর জন্য অন্য কোন ভাড়া করা ঘর নেবার কোন প্রয়োজন নেই। আর যদি এই জিনিস বিক্রি হয়, তাহলে মোটামুটি ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ আপনি পেয়ে যাবেন প্রতি মাসে। তবে সে ক্ষেত্রে আপনাকে বিনিয়োগের পরিমাণও বাড়াতে হবে।