মাত্র ছয় মাসে লাখ টাকা আয় করুন সহজে, জেনে নিন ব্যবসা করার এই সহজ পদ্ধতি
আপনি যদি এখনই কলা চাষের ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু প্রচুর টাকার রোজগারের সম্ভাবনা রয়েছে আপনার
এবার কলা চাষ করে প্রচুর টাকা রোজগার করে সবাইকে চমকে দিলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা মলয় চৌধুরী। নিজের উদ্যোগে কলা চাষের ব্যবসা শুরু করে, এখন তার ভাগ্য খুলে গেছে পুরোপুরি ভাবে। বাড়ির পাশের এক বিঘা জমিতে হাজারের বেশি জি নাইন জাতের কলা চাষ করে এখন তিনি রীতিমতো লাখপতি বলা যেতে পারে। প্রতিমাসে প্রচুর টাকা উপার্জন হয় তার। সঙ্গেই, এই ভিন্ন জাতের কলা চাষ করার জন্য এখন নিজের ব্যবসাকে একটা লাভজনক জায়গাতেও নিয়ে যেতে পেরেছেন তিনি।
কলা চাষ করে লক্ষ লক্ষ টাকা রোজগার মলয় চৌধুরীর
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মলয় চৌধুরী নিজের বাড়ির পাশের এক বিঘা জমিতে প্রায় হাজারের বেশি জি নাইন জাতের কলা চাষ করেছেন। সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে বছর ২ ১ আগে এই জাতের কলার চাষ শুরু করেন মলয় বাবু। উচ্চ ফলনশীল এই জাতের কলার প্রতিটি কাঁদিতে ৯০ থেকে ১০০ টি কলা আপনারা পেয়ে যাবেন। অল্প জমিতে এই ধরনের কলা চাষ করা যায় এবং এর ফলন অনেক বেশি হয়। তিনি বলছেন, একটি কলার কাঁদিতে ছয় মাসে ৭ থেকে ৮ ছড়া কলা পাওয়া যায় এবং প্রতিটি ছড়াতে ১০ থেকে ১২টি করে কলা পাওয়া যায়। মলয় চৌধুরী জানিয়েছেন, এই কলা রোপনের ছয় মাস অন্তর অন্তর ফলন দিয়ে থাকে। অর্থাৎ এক বছরে ২ বার আপনারা ফলন পেয়ে যান। গাছের আকার মাঝারি সাইজ হওয়ায় ঝড় বা বাতাসে ভেঙে পড়ে না এই কলা গাছ।
অনেকটাই লাভজনক এই ব্যবসা
গাছ থেকে সংগ্রহের পর এই কলা তুলনামূলক অনেক বেশি দিন টিকে থাকে। প্রতি কাঁদি কলা বর্তমানে বাজার মূল্যে ৪০০ টাকা থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। একটি গাছে এক থেকে দুটি কাঁদি কলা আপনারা পেয়ে যান। মলয় বাবুর হাজারটি কলা গাছে ইতিমধ্যেই বারোশো কাঁদি কলা তৈরি হয়েছে, যার ফলে প্রায় লাখ টাকার মতো রোজগার করে ফেলেছেন তিনি। আপনিও যদি এই একই জাতের কলা চাষ করতে পারেন, তাহলে আপনারও কিন্তু একই রকম ভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।