সাজা পাওয়ার আগে মৃত্যু হলে পারভেজ মোশাররফের মরদেহে ইসলামাবাদে তিনদিন ঝুলিয়ে রাখা হবে : পাকিস্তান আদালত
পাকিস্তানের প্রাক্তন সেনা প্রধান পারভেজ মোশাররফের সাজা কার্যকর হওয়ার আগে মারা গেলে তার মরদেহ তিন দিনের জন্য ইসলামাবাদের ডি-চৌকোয় এনে ঝুলিয়ে দেওয়া হবে, এমনটাই রায় দিয়েছে পাকিস্তানের একটি বিশেষ আদালত। এই সপ্তাহের শুরুতে মোশাররফকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যদণ্ড দেওয়া হয়েছিল।
পাকিস্তানের বিশেষ আদালত থেকে বলা হয়েছে, “যা পর্যবেক্ষণ করা হয়েছে সেই হিসাবে আমরা অভিযুক্তকে অভিযুক্ত হিসাবে দোষী বলে মনে করি। শাস্তি পাওয়ার আগে মৃত্যু হলে, তার মরদেহকে ঝুলিয়ে দেওয়া হবে।”
প্রাক্তন সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এই মামলাটি ডিসেম্বর ২০১৩ সাল থেকে বিচারাধীন ছিল। ৩১ শে মার্চ, ২০১৪-তে তাকে অভিযুক্ত করা হয়েছিল, তবে বিভিন্ন কারণে সেটি এগিয়ে নিয়ে যাওয়া হয়। মোশাররফ ২০১৬ সালের মার্চ মাসে চিকিৎসার কারণে পাকিস্তান ত্যাগ করেন।এরপরে পাকিস্তানে ফিরে আসতে ব্যর্থ হলে তাকে পলাতক ঘোষণা করা হয় এবং আদালত তাকে গ্রেপ্তারের জন্য ফেডারেল তদন্ত সংস্থাকে আদেশ জারি করে।