Jio Recharge Plan: এক বছরের জন্য জিও রিচার্জ ফ্রি, জমজমাট অফারে কি কি করতে হবে আপনাদের?
ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি ইন্ডিয়া, এই মাসে প্রথমবারের জন্য তাদের সব থেকে ব্যয়বহুল এবং সবথেকে বিলাসবহুল গাড়ি Invicto গাড়িতে নতুন ছাড় নিয়ে হাজির হয়েছে। এই মাসে গাড়িতে ৩০০০০ টাকা পর্যন্ত নগদ ছাড় দিতে শুরু করেছে কোম্পানি। এছাড়াও, যদি আপনার আগে কোন গাড়ি থাকে তাহলে আপনারা ২৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেয়ে যেতে পারেন। তবে গ্রাহকরা শুধুমাত্র Ertiga, XL6, Tour M এ এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাওয়া যাবে। আপনাদের জানিয়ে রাখি, গ্রাহকরা ১২ অক্টোবর অর্থাৎ দশেরা পর্যন্ত এই ছাড়ের সুবিধা পেয়ে যাবেন। এই গাড়ির এক্স শোরুম মূল্য ২৫.২১ লক্ষ টাকা থেকে ২৮.৯২ লক্ষ টাকা পর্যন্ত।
বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন
ইন্টালিজেন্ট ইলেকট্রিক হাইব্রিড সিস্টেম সহ মারুতি কোম্পানির এই নতুন গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি দুই লিটারের TNGA ইঞ্জিন। এই ইঞ্জিনটি সরাসরি ভাবে E-CVT গিয়ার বক্সের সাথে যুক্ত। এই গাড়ি ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগ পেতে মাত্র ৯.৫ সেকেন্ড সময় গ্রহণ করে। এক লিটার পেট্রলে এই গাড়ির মাইলেজ ২৩.২৪ কিলোমিটার মত। আপনি এই গাড়িতে দারুন মাইলেজ পাশাপাশি ৭ সিটার কনফিগারেশন পেয়ে যাবেন। এই গাড়িতে একটা আধুনিক এলইডি ডিআরএল রয়েছে। এছাড়াও রয়েছে, ক্রোম নির্ভর হেকসাগোনাল গ্রিল, এলইডি হেড লাইট, ক্ল্যাশমেল বোনেট এবং আরো অনেক কিছু।
Maruti suzuki এই গাড়িতে ওয়ান টাচ পাওয়ার টেলগেট পাওয়া যাবে। অর্থাৎ এই টেলগেট একবার স্পর্শ করলে খুলে যাবে। কোম্পানি পরবর্তী জেনের suzuki connect সহ ছয়টি এয়ার ব্যাগে নিরাপত্তা দিতে চলেছে। এই গাড়িতে আপনারা এডজাস্টেবল পাওয়ার ভেন্টিলেটের সিট পেয়ে যাবেন। এছাড়াও, দ্বিতীয় সারিতে একটি ক্যাপ্টেন সিট থাকবে। পাশাপাশি, এই সিট কিন্তু ভাঁজ করা যাবে।
ফের একটা নতুন ধামাকা করতে চলেছে রিলায়েন্স জিও। এবারে ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান আপনারা পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে।বা এজন্য আপনাদের কাছে এয়ার ফাইবার কানেকশন থাকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এই নতুন ঘোষণা করে দিয়েছে রিলায়েন্স জিও। বর্তমানে এক বছরের রিচার্জ এর জন্য ৩৫৯৯ টাকা খরচ করতে হয়। এখন এয়ার ফাইবার কানেকশন নিলে সেটা একেবারে বিনা পয়সায় আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ বলতে গেলে পূজোর আগে এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা বাড়ানোর লক্ষ্যে একটা নতুন ফ্রি অফার নিয়ে আসতে চলেছে রিলায়েন্স জিও।
জিও ইউজারকে কোম্পানির ওয়েবসাইট এবং মাই জিও অ্যাপের মাধ্যমে এয়ার ফাইবার বুক করতে হবে। এই এয়ার ফাইবার বুক করার চার্জ মাত্র ৫০ টাকা। শুধু তাই নয় এয়ার ফাইবার ফ্রিডম অফারের সাথে আপনারা তিন মাসের প্ল্যানে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। জিও এআর ফাইবারের এই প্ল্যান এর দাম ২১২১ টাকা। এখানে গ্রাহকরা ৮০০ টির বেশি ডিজিটাল টিভি চ্যানেল , ১৩টির বেশি ott অ্যাপ্লিকেশন , এবং আনলিমিটেড ওয়াইফাই প্রতি মাসে ১০০০ জিবি পর্যন্ত পেয়ে যাবেন।
অন্য দিকে ৩৫৯৯ টাকার প্ল্যানে, গ্রাহকরা পেয়ে যাবেন ৯১২.৫ জি বি হাই স্পিড ইন্টারনেট। অর্থাৎ গ্রাহকরা দৈনিক ২.৫ জিবি করে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যারা প্রতিদিন প্রচুর ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এটা একটা ভালো প্ল্যান হতে চলেছে। তার পাশাপাশি গ্রাহকরা আনলিমিটেড ৫জি ইন্টারনেটের সুবিধা পেয়ে যাবেন। ৫জি নেটওয়ার্ক যেখানে চলছে এখানে জিও ফাইভ জি আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনার কাছে ৫জি ডিভাইস থাকে। ফলে সব মিলিয়ে এটা আপনাদের জন্য হতে চলেছে একটা দারুণ অফার। জিও স্টোরে আপনাকে যেতে হবে না এর জন্য। বাড়িতে বসেই সব কাজ আপনারা করতে পারবেন।