নিউজদেশ

Indian Railways: দুর্গাপুজো বা দীপাবলিতে বাড়ি যেতে চান, রেলের এই নতুন ফিচারে পাবেন কনফার্ম টিকিট

VIKALP স্কিমে মোট ৭টি ট্রেনের বিকল্প অপশন দেবে Indian Railway

Advertisement

ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন। কিন্তু অনেক সময়ই দেখা যায় টিকিট কাটলেও কনফার্ম টিকিট পাওয়া যায় না। বিশেষ করে ছট পুজো বা দুর্গাপূজা এর সময় রেলে কনফার্ম টিকিট পাওয়া যায় না। টিকিট ওয়েটিং লিস্টে থাকলে অনেক সময়ই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই সমস্যার সমাধানে ভারতীয় রেল এনেছে ‘VIKALP’ নামক একটি নতুন স্কিম। এই স্কিমের মাধ্যমে যাত্রীরা টিকিট কনফার্ম না হলেও অন্য ট্রেনে যাত্রা করতে পারবেন। এই ‘VIKALP’ স্কিম কিভাবে কাজ করে? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

কি এই ‘VIKALP‘ স্কিম?

যদি আপনার টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তাহলে আপনাকে বিকল্প ট্রেনে যাত্রার অপশন দেওয়া হবে। এই স্কিমে মোট ৭টি ট্রেনের বিকল্প অপশন দেওয়া হয়। বিকল্প ট্রেনগুলি প্রায় একই রুটের হবে অথবা আপনার যাত্রার নির্ধারিত স্টেশনের উপর দিয়ে যাবে। আপনি যদি বিকল্প অপশন বেছে নেন, তাহলে আপনার বুকিং করা ট্রেন ছাড়ার সময় থেকে ৩০ মিনিট থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হবে। তবে মনে রাখবেন, বিকল্প অপশন বেছে নেওয়ার অর্থ এই নয় যে আপনি অন্য ট্রেনে কনফার্ম টিকিট পাবেন। সেক্ষেত্রে আপনার বোর্ডিং ও গন্তব্য স্টেশন পরিবর্তিত হতে পারে।

পুজোর সময় পাবেন কনফার্ম টিকিট

ট্রেনের টিকিট বুক করার সময় আপনাকে ‘VIKALP’ স্কিম চালু করতে হবে। এই নতুন সুবিধা এর জন্য আপনি দুর্গাপূজা, দীপাবলি বা ছট পূজার সময় কনফার্ম টিকিট পাবেন। এতে টিকিট ওয়েটিং লিস্টে থাকলে আপনাকে বিকল্প ট্রেনের তালিকা দেখানো হবে। আপনি যদি বিকল্প ট্রেনে যাত্রা করতে চান, তাহলে ‘বিকল্প গ্রহণ করুন’ বোতামে ক্লিক করুন। তখনই একমাত্র আপনার টিকিট বিকল্প ট্রেনে আপগ্রেড করা হবে। ভারতীয় রেলের ‘VIKALP’ স্কিম ট্রেন যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই স্কিম যাত্রীদের ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করে এবং টিকিট কনফার্ম না হলেও বিকল্প যাত্রার ব্যবস্থা করে দেয়।

Related Articles

Back to top button