ভূমিকম্পের কবলে উত্তর ভারতের একাধিক অঞ্চল।কম্পনের উৎসস্থল কাবুলের হিন্দুকুশ পর্বত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। দিল্লী, পাঞ্জাব এবং হরিয়ানা সহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভব করা গেছে।
সুত্র থেকে, কাশ্মীরসহ বিভিন্ন এলাকা শুক্রবার ৫.১২ মিনিটে কেঁপে ওঠে বলে জানা গেছে। দিল্লীতেও কম্পন অনুভুত হয়।তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা কারোর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। শীতের মরশুমে কাশ্মীরের এলাকা গুলি বরফাচ্ছাদিত হওয়ায় উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি তাই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশাসন সুত্রে জানা গেছে, বরফ সরিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।