Today Trending Newsটেক বার্তা

Aadhaar Update: বাড়লো আঁধার আপডেটের সময়সীমা, এইভাবে করুন নাম-ঠিকানা এবং জন্ম তারিখ সংশোধন

UIDAI-এর তরফ থেকে বিনা খরচে আঁধার কার্ড সংশোধনের শেষ সময়সীমা দেওয়া হয়েছিল ১৪ই সেপ্টেম্বর। যা আবার বাড়ানো হয়েছে।

Advertisement

ভারতবর্ষের প্রেক্ষাপটে বিগত কয়েক বছরে আঁধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস, স্কুল থেকে শুরু করে কলেজের বিভিন্ন সুবিধা গ্রহণ করতে হলে অবশ্যই সুবিধাভোগীর আঁধার কার্ড থাকা বাধ্যতামূলক। অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আঁধার কার্ড হয়ে উঠেছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সরকারি নথি। তবে অনেকের আঁধার কার্ডে বিভিন্ন প্রকার তথ্য ভুল থাকার কারণে কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যার কারনে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই।

UIDAI-এর তরফ থেকে বিনা খরচে আঁধার কার্ড সংশোধনের শেষ সময়সীমা দেওয়া হয়েছিল ১৪ই সেপ্টেম্বর। যা আবার বাড়ানো হয়েছে। আমরা আপনাদের বলি, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বিনামূল্যে আঁধার কার্ডের তথ্য আপডেট করার শেষ তারিখ বাড়িয়েছে। ফলে এখন চাইলে যে কেউ সম্পূর্ণ বিনা খরচে নিজের আধার কার্ডের ভুল সংশোধন করতে পারেন। আর এই কাজটি করতে হবে সম্পূর্ণ অনলাইনে। উল্লেখ্য, কিভাবে আঁধার কার্ডের ভুল সংশোধন করতে হবে তার একটি সম্পূর্ণ চার্ট প্রকাশ করেছে UIDAI। আঁধার কার্ড ধারীরা UIDAI-র গাইডলাইন অনুসরণ করে আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত বিনা খরচে নিজেদের আধার কার্ড আপডেট করার সুযোগ পাবেন।

কিভাবে করবেন এই কাজ?

১. প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ UIDAI-এ প্রবেশ করতে হবে।

২. এরপর “My Aadhaar”-এ ক্লিক করে “Update Your Aadhaar” বিকল্পটি বেছে নিতে হবে।

৩. এরপর নির্দিষ্ট স্থানে আধার কার্ডের নম্বর এবং ক্যাপচা লিখে ওটিপি সেন্ড করতে হবে। মোবাইল নম্বরে আসা ওটিপি লিখে আধার কার্ডের অফিসিয়াল পেজে প্রবেশ করতে হবে।

৪. এর পর আপনার প্রয়োজন মত তথ্য আপডেট করুন এবং প্রমানের জন্য পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি-র মত তথ্য স্ক্যান করে আপডেট করুন।

এই সমস্ত কাজ করে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করুন এবং ৫-৭ দিন অপেক্ষা করুন। এরপর UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের আঁধার কার্ড ডাউনলোড করুন।

Related Articles

Back to top button