কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ভারত সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে। তারমধ্যে তো অন্যতম প্রধানমন্ত্রী কিষান সন্মান। দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতি বছর প্রতিটি কৃষক পরিবারকে ৬,০০০ টাকা প্রদান করা হয়। এই অর্থ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে প্রদান করা হয়। সরকার ২০১৯ সালে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ স্কিম ঘোষণা করেছিল। এই পুজোর আবহে খুশির খবর এটাই যে আগামী শনিবার সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে আসছে।
eKYC করা বাধ্যতামূলক
আপনাদের জানিয়ে রাখি, আগামী শনিবার কৃষকরা কিষান সন্মান নিধির ১৮ তম কিস্তি পেতে চলেছেন। এই তথ্য ইতিমধ্যেই PM Kishan অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে মনে রাখবেন এই টাকা পেতে গেলে অবশ্যই eKYC থাকতে হবে। আপনার যদি eKYC না থাকে, তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওটিপি মারফত eKYC করতে পারেন অথবা নিকটতম সিএসসি কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক eKYC করতে পারবেন। eKYC না থাকলে আপনার ১৮ তম কিস্তির টাকা আসবে না।
স্ট্যাটাস চেক করার পদ্ধতি
প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় যোগদান করেন এবং আপনি ১৮ তম কিস্তির সুবিধা পেতে সক্ষম হবেন কিনা তা জানতে চান। এর জন্য স্ট্যাটাস চেক করতে আপনাকে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যেতে হবে। এরপর একটু নিচে স্ক্রল করে ‘সুবিধাভোগী তালিকা‘ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার রাজ্য, জেলা, তহসিল, ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করে ‘Get Details‘ অপশনে ক্লিক করলেই তালিকা চলে আসবে যার থেকে আপনার নাম আপনাকে খুঁজে নিতে হবে।