‘সমস্যা থাকলে সমাধান করুন, বিক্ষোভ নয়’, আবেদন সৌরভ গঙ্গোপাধ্যায়ের
প্রত্যেক সমস্যারই কোনো না কোনো সমাধান থাকে সেই সমাধানের পথকে শান্তিপূর্ণভাবে বের করতে হবে, অশান্তি বা বিক্ষোভের মাধ্যমে নয়। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আবার কিছু বললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সবাইকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আমি সবাইকে শান্তি রক্ষা করার আবেদন জানাচ্ছি। এছাড়া এই রাজনৈতিক বিষয়ে আমি ঢুকতে পারব না, কারণ আমি বিলটি পড়িনি, তাই পুরোপুরি না বুঝে এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। তবে যদি কোন সমস্যা থাকে তার সমাধান নিশ্চয়ই হবে। কিন্তু শান্তি রক্ষা করা জরুরি।’
আরও পড়ুন : নাগরিকত্ব পেতে ১৯৭১ সালের আগের পরিচয় পত্র প্রয়োজন নেই, জানাল কেন্দ্র
সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা নাগরিকত্ব আইনের প্রতিবাদে একটি টুইট করেন কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন সানা এখনো ছোট, রাজনীতি বোঝার সঠিক বয়স এখনো তার হয়নি এবং তাকে যেন এই বিষয় থেকে দূরে রাখা হয় এই আবেদন জানান তিনি। এই নিয়ে নেট দুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।