Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: ‘সরসো কে সাগ্য থেকে পাগল বানাইবে’, খেসারি লাল যাদব এবং কাজল রাঘবানির জুটি পেলো কয়েক কোটি ভিউ

Updated :  Thursday, October 17, 2024 11:21 AM

ভোজপুরি ইন্ডাস্ট্রি বর্তমানে বেশ বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে ভারতে এবং এর বেশ কিছু গান এবং ভিডিও ইউটিউবে নতুন করে ঝড় তুলতে শুরু করেছে। ইউটিউব দুনিয়ায় এখন বলিউডের হিট গানগুলোকে টক্কর দিচ্ছে ভোজপুরি গানগুলি। ভোজপুরি দুনিয়ায় এমন অনেক তারকা রয়েছেন যাদের গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় হয়ে ওঠে মাঝে মধ্যেই। অন্যতম হলেন কাজল রাঘবাণী এবং খেসারি লাল যাদব। তাদের প্রতিটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়। আজকে আমরা তাদের জুটির পাঁচটি গানের ব্যাপারে আপনাদের জানাতে চলেছি।

১. কুলার মে কুর্তি

খেসারি লাল যাদব এবং কাজলের জুটির সবথেকে জনপ্রিয় কয়েকটি গানের মধ্যে কুলার মে কুর্তি গানটি তালিকার একেবারে শীর্ষে রয়েছে। এই মুহূর্তে ইউটিউবে ৩৪৮ মিলিয়ন ভিউ পেয়েছে এই গানটি। একেবারে দেশি স্টাইলে তাদের দুজনের নাচ সোশ্যাল মিডিয়াতে সবাই বেশ পছন্দ করছেন।

২. পাগল বানাইবে

কাজল রাঘবানি এবং খেসারি লাল যাদবের সিজলিং কেমিস্ট্রি সম্বলিত এই গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়েছে এবং ইউটিউবে খুবই ভাইরাল হয়েছে। এই গানের ভিডিওটি এখনো পর্যন্ত ৪১২ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে এবং ১.৪ মিলিয়ন এর বেশি লাইক পেয়েছে। এই গানের ভিডিওটি অত্যন্ত সাহসী ভিডিও।

৩. জবল জাগল বাণী

এই গানটি ইতিমধ্যেই ইউটিউবে ৯৫ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। সোশ্যাল মিডিয়াতে তাদের দুজনের রোম্যান্স মানুষজন বেশ পছন্দ করেছেন। এই গানের কথা এবং সুর অত্যন্ত সুন্দর এবং তার সাথেই এই জুটির অসাধারণ রসায়ন সবকিছুকে একেবারে দুর্দান্তভাবে মিলিয়ে দিয়েছে।

৪. ডাল দে কেওয়ারা মে কিলি

এই গানের ভিডিওটি ইতি মধ্যেই ১৭৯ মিলিয়ন ভিউ পেয়ে গিয়েছে ইউটিউবে। সোশ্যাল মিডিয়াতে এই গানের ভিডিওতে দুজনের রোমান্স সবাই বেশ পছন্দ করছেন।

৫. সরসো কে সাগ্য

এই গানের ভিডিওটি ইতিমধ্যেই ১৯১ মিলিয়ন ভিউ পেয়েছে ইউটিউব দুনিয়ায। ভারতের বহু মানুষ এই ভিডিও দেখেছেন এবং তাদের দুজনের জুটির প্রশংসা করেছেন। ভোজপুরি দুনিয়ায় এই জুটির গানের ভিডিও ইতিমধ্যেই কোটি কোটি মানুষ দেখে নিয়েছেন। আপনি যদি এই ভিডিওগুলি এখনো পর্যন্ত না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।