Reliance Jio: তাড়াতাড়ি করিয়ে ফেলুন পোর্ট, মাত্র ১ টাকা পার্থক্য, তবে লাভ হবে বহুগুণ, জিও নিয়ে এলো এই দুটি নতুন রিচার্জ
আপনি যদি রিলায়েন্স জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর
দেশের অন্যতম প্রধান টেলিকম পরিষেবার প্রধান কারী কোম্পানি হলো রিলায়েন্স জিও। সম্প্রতি এই কোম্পানিটি নতুন দুটি প্রিপেড প্ল্যান চালু করেছে। এই দুটি প্রিপেড প্ল্যান এর দাম হলো ১০২৮ টাকা এবং ১০২৯ টাকা। দামে সেরকম ফারাক না থাকলেও, বেনিফিটের দিক থেকে কিন্তু ফারাকটা অনেকটা বেশি। ১০২৮ টাকার প্ল্যানে আপনারা Swiggy One Lite সাবস্ক্রিপশন পেয়ে যাবেন অন্যদিকে ১০২৯ টাকা প্যানের সাথে পেয়ে যাবেন Amazon Prime Lite। সব মিলিয়ে এই দুটি প্ল্যান কিন্তু বেনিফিটের দিক থেকে খুবই ভালো হতে চলেছে আপনার জন্য।
এই দুটি নতুন প্ল্যানের বেনিফিটের মধ্যে সবথেকে কমন বিষয়টা হলো বৈধতা। ৮৪ দিনের জন্য দৈনিক ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন আপনারা এই দুটি প্ল্যান রিচার্জ করলে। সেই সঙ্গে থাকবে আনলিমিটেড ৫ জি ডেটা এবং আনলিমিটেড কলিং। আর দুটি প্ল্যানের সাথেই আপনারা পেয়ে যাবেন জিও এপ্লিকেশনের সাবস্ক্রিপশন। তবে মাথায় রাখতে হবে, জিও টিভি বেসিক সাবস্ক্রিপশন আপনারা পাবেন। অন্যান্য সমস্ত কনটেন্ট দেখতে হলে কিন্তু আপনাদের টাকা খরচ করতে হবে। এ পাশাপাশি আপনারা জিও সিনেমা বেসিক সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
এই দুটি প্ল্যান রিচার্জ করলে আপনারা ১৬৮ জিবি ৪জি ইন্টারনেট পেয়ে যাবেন এবং তার সাথেই পেয়ে যাবেন আনলিমিটেড ৫জি পরিষেবা। এর জন্য মাসিক গড় খরচ আপনার পড়বে ৩৪৩ টাকা। আসলে এই প্ল্যানগুলি স্ট্যান্ডঅ্যালোন মান্থলি রিচার্জ প্ল্যানের তুলনায় অনেকটাই সস্তা হয়।
তবে, কোন ব্যবহারকারীর জন্য কোনটি ভালো? আসলে যারা Swiggy থেকে হামেশাই খাবার অর্ডার করেন তাদের জন্য ১০২৮ টাকার প্ল্যান ভালো। অন্যদিকে যারা মুভি এবং টিভি শো দেখতে বেশি ভালোবাসেন তাদের জন্য কিন্তু অন্য ১০২৯ টাকার প্ল্যান ভালো। পাশাপাশি এখানে আপনারা amazon prime পেয়ে যাবেন ফলে শপিং করতে অনেক সুবিধা হবে আপনার।