Today Trending Newsদেশনিউজ

ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার ক্রস করতে পারবে না বিজেপি, বুথ ফেরত সমীক্ষায় ঈঙ্গিত

Advertisement

গতকালই ঝাড়খণ্ডে শেষ হয়েছে পাঁচ দফার বিধানসভা নির্বাচন। তারপর থেকেই সবার নজর বুথ ফেরত সমীক্ষায়। আবার কি ফিরছেন রঘুবর সরকার? জানতে উৎসাহী জনতা ঘুরিয়ে গেছে খবরের চ্যানেল। তাতে যা আভাস এসেছে তা বিজেপির জন্য সুখকর নয়‌।

গেরুয়া শিবিরের ভোট ম্যানেজারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষা দেখে মুখের হাসি চওড়া হচ্ছে। বুথ ফেরত সমীক্ষার ঈঙ্গিত পালাবদল একদা মাওবাদীদের মুক্তাঞ্চল হিসেবে খ্যাত ঝাড়খণ্ডে।

আরও পড়ুন : হায়দ্রাবাদে এনকাউন্টারে মৃত চারজনের পুনরায় ময়নাতদন্তের নির্দেশ তেলেঙ্গানা হাইকোর্টের

একটি প্রথম সারির সংবাদসংস্থার বুথ ফেরত সমীক্ষায় ঈঙ্গিত, ঝাড়খন্ডে পালা বদল ঘটিয়ে ক্ষমতায় আসতে চলেছে জেএমএম, কংগ্রেস ও আরজেডি জোট। তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, জেএমএম, কংগ্রেস ও আরজেডি জোট পেতে চলেছেন ৪৪ টি আসন।

ম্যাজিক ফিগার ৪১-এর তিনটি বেশি আসন পেতে পারে বিজেপি বিরোধী এই জোট। অন্যদিকে গতবারের থেকে বেশ কয়েকটি আসন কমিয়ে বিজেপি পেতে পারে ২৮ টি আসন। ঝাড়খণ্ড বিকাশ মোর্চা ও আজসুর দখলে যেতে পারে ৩ করে আসন। নির্দল ও অন্যান্য প্রার্থীরা জিততে পারেন ৩ টি আসনে।

Related Articles

Back to top button