ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Royal Enfield: রয়েল এনফিল্ডের কোন মডেল সবথেকে বেশি মাইলেজ দেয়? জেনে নিন তালিকা

আপনি যদি রয়েল এনফিল্ড কোম্পানির বাইক কিনতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে দুটি ভালো মডেল

Advertisement

আজকের প্রজন্মের ছেলেমেয়েদের কাছে রয়েল এনফিল্ড একটা অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে। ভারতের কোনায় কোনায় মানুষজন এখন রয়েল এনফিল্ড কোম্পানির বাইক কেনার জন্য আগ্রহী। এই বাইকের সুনাম ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে রয়েছে। নানা দিক বিবেচনা করে অনেকে এই বাইক কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে এই বাইকের পিছনে লুকিয়ে রয়েছে রাইডারদের একটা প্যাশন। এই বাইকের দুর্দান্ত ডিজাইন এবং দাপুটে লুকের জন্য সবাই এই বাইক খুব পছন্দ করেন এবং সারা বিশ্বে এই কোম্পানির বাইক বিক্রি হয়। তবে যদি আপনি ভেবে থাকেন শুধুমাত্র ড্যাসিং ডিজাইনের জন্য এই বাইকের বিক্রি এত বেশি, সেরকমটা কিন্তু না। এই বাইকের দুর্দান্ত ডিজাইনের পাশাপাশি কিন্তু এই কোম্পানির দুটি মডেলের বাইকে ভালো মাইলেজ আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক, কোন কোন বাইকে আপনারা এত ভালো মাইলেজ পাচ্ছেন রয়েল এনফিল্ড কোম্পানির তরফ থেকে।

১. রয়েল এনফিল্ড বুলেট ৩৫০

৩৫০ সিসি ইঞ্জিনের যে কটা বাইক ভারতে রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় হল রয়েল এনফিল্ড বাইক। রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ বহুকাল ধরে ভারতে ব্যাপক জনপ্রিয়। এই বাইকটি প্রথমবার লঞ্চ হয় যখন, ভারতের বাজারে বাইকের তেমন কোন জনপ্রিয়তা ছিল না। ১৯৩২ সালে লঞ্চ হওয়ার পর থেকে, বাইকপ্রেমীদের মনে ধীরে ধীরে জায়গা করে নিতে শুরু করেছে বুলেট ৩৫০। এখনো বহু মানুষের কাছে প্রিয় এই বাইকের ডিজাইন। তবে এই বাইকে কিন্তু দুর্দান্ত মাইলেজ আপনারা পেয়ে যাবেন। রয়েল এনফিল্ড কোম্পানির বুলেট বাইকের মাইলেজ ৩৮ কিলোমিটার প্রতি লিটার। এ ট্যাংকের ফুয়েল ক্যাপাসিটি রয়েছে ১৩.৫ লিটারের। এই বাইকে আপনারা সর্বোচ্চ ১৯.১ hp তৈরি করতে পারে এরকম ইঞ্জিন পেয়ে যাবেন। এর সাথেই পেয়ে যাবেন ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। ব্রেকিং এর জন্য সামনের দিকে থাকছে ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক। সঙ্গেই সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে এই বাইকে।

২. রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০

বুলেট যদি সব থেকে পুরনো বাইক হয় এই কোম্পানির, তাহলে জনপ্রিয়তার দিক থেকে সবথেকে এগিয়ে রয়েছে ক্লাসিক ৩৫০। বর্তমানে রয়েল এনফিল্ড হান্টার এর পর বিক্রির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই বাইকটি। দেশজুড়ে এই বাইকের বহু ইউনিট রয়েছে। ডিজাইনের দিক থেকে তো এই বাইক ফাটাফাটি। তবে মাইলেজের দিক থেকেও কিন্তু খুব একটা খারাপ নয়। এই বাইকে আপনারা ৩৬ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ পেয়ে যাবেন। তার সাথেই থাকবে একটি ৩৪৯ সিসি ইঞ্জিন, যা সর্বোচ্চ ২০.২ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারবে। এই বাইকের সর্বোচ্চ গতি ১১৪ কিলোমিটার প্রতি ঘন্টা।

Related Articles

Back to top button