নিউজদেশ

Post Office SSY: ২১ বছর বয়সে রিটার্ন পাবেন ৭১ লাখ টাকা, দুর্দান্ত স্কিম আনলো Post Office

SSY স্কিমে বার্ষিক কমপক্ষে ২৫০ টাকা ও সর্বোচ্চ ১.৫ লাখ টাকা জমা করতে পারেন

Advertisement

নারীদের পড়াশোনা এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ভারত সরকার তথা বিভিন্ন রাজ্যের সরকার একাধিক পরিকল্পনা নিয়ে আসছে। প্রত্যেকটি পরিকল্পনার একটাই উদ্দেশ্য যে দেশের অর্ধেক জনসংখ্যাকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। এরজন্য প্রত্যেক বাবা মাকেও তাঁদের কন্যা সন্তানের জন্য আগে থাকতে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে হবে, যাতে মেয়েটির ভবিষৎ সুনিশ্চিত হয়। আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক প্রকল্পের কথা জানাবো, যাতে কম বিনিয়োগ করে কয়েক বছর বাদে অনেকটা রিটার্ন পেতে পারেন।

৮.২% হারে সুদ দিচ্ছে পোস্ট অফিস SSY

আপনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা নামক এক প্রকল্প চালায়। এটি একটি দীর্ঘ মেয়াদী স্কিম। এতে আপনি বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাবেন। দীর্ঘ মেয়াদে ৩ গুণ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। এই স্কিমের মাধ্যমে আপনার মেয়ের পড়াশোনা থেকে শুরু করে বিয়ে করার পর্যন্ত সমস্ত খরচ জোগাড় হয়ে যাবে। এটি অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পের তুলনায় অনেক বেশি লাভবান হতে পারে আপনার জন্য। আপনি এই স্কিমে বিনিয়োগ করলে আপনার মেয়ে ৭১ লাখ টাকার মালিক হতে পারবে। কি করে? এই প্রসঙ্গে বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

৭১ লাখ টাকা পাওয়া যাবে

আপনি এই SSY স্কিমে বার্ষিক কমপক্ষে ২৫০ টাকা ও সর্বোচ্চ ১.৫ লাখ টাকা জমা করতে পারেন। আপনি আপনার মেয়ের জন্য ১৫ বছর ধরে বিনিয়োগ করলে ২১ বছরে সেই টাকা ম্যাচিওর করবে। ধরুন আপনি ১৫ বছরের জন্য বার্ষিক ১.৫ লাখ টাকা বিনিয়োগ করছেন। সেই হিসাবে আপনার মোট বিনিয়োগ হবে ২২,৫০,০০০ টাকা। এটি ম্যাচিওর হলে আপনি সুদ হিসাবে পাবেন ৪৯,৩২,১১৯ টাকা। সুতরাং ২১ বছর বয়সে আপনার মেয়ের কাছে থাকবে ৭১ লাখ টাকা। তাই দেরি না করে আজকেই পোস্ট অফিসে গিয়ে আপনার মেয়ের জন্য একটি SSY অ্যাকাউন্ট খুলুন।

Related Articles

Back to top button