নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বর্তমানে উত্তাল গোটা দেশ।এই পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। চলমান আলোড়নের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেশের যুবকদের ভবিষ্যত ধ্বংস করার জন্য অভিযুক্ত করেছেন তিনি।
তিনি টুইট করে বলেন, “প্রিয় ভারতের যুব সমাজ, মোদী এবং অমিত শাহ তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে।চাকরির অভাব এবং অর্থনীতির বিপুল পরিমাণ ক্ষতির পর তারা তোমাদের ক্ষোভের মুখোমুখি হতে পারছে না।এ কারণেই তারা ভারতকে বিভক্ত করার চেষ্টা করছে এবং ঘৃণার আড়ালে লুকিয়ে রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা শুধুমাত্র প্রতিটি ভারতবাসীর প্রতি ভালবাসা দিয়ে তাদের পরাস্ত করতে পারি।”
প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী দিল্লির রামলীলা ময়দানে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেন, “কংগ্রেস সাধারণ মানুষকে সরকার বিরুদ্ধ করে তুলছে।তারা বলেছে যে আমার সরকার সমস্ত মুসলমানকে ডিটেনশন সেন্টারে পাঠাতে চায়।যা সম্পূর্ণ মিথ্যে।এই আটক কেন্দ্রগুলি কোথায় নির্মিত হয়েছে? আমি তাদের কাছে জানতে চাই।” মোদীর এই বক্তব্যের উত্তরে রাহুল পাল্টা বলেন, যে বর্তমান সরকার যুবসমাজের ক্ষোভের মুখোমুখি না হতে পেরে লুকিয়ে আছেন।