মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কা কা ছি ছি’ স্লোগান, মমতাকে কটাক্ষ বাবুল সুপ্রিয়র

বেকায়দায় পড়ে মুখ্যমন্ত্রীর গাড়িতে লিফট পেয়ে উদ্ধার হওয়া থেকে শুরু। পরে তাঁর হাতে ঝালমুড়ি খাওয়া। আবার নানা ইস্যুুতে তাঁরই তীব্র সমালোচনা করে মাঝেমধ্যে তাঁরই কাছে টুকটাক কটাক্ষ শোনা। সম্পর্কটা এভাবেই…

Avatar

বেকায়দায় পড়ে মুখ্যমন্ত্রীর গাড়িতে লিফট পেয়ে উদ্ধার হওয়া থেকে শুরু। পরে তাঁর হাতে ঝালমুড়ি খাওয়া। আবার নানা ইস্যুুতে তাঁরই তীব্র সমালোচনা করে মাঝেমধ্যে তাঁরই কাছে টুকটাক কটাক্ষ শোনা। সম্পর্কটা এভাবেই বহুদিনের। আক্রমণ ব্যক্তিগত মাত্রায় না পৌঁছলেও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কখনওই সুযোগ ছাড়েননি তাঁর এমন মোস্ট হেভিওয়েট বিরোধীর সমালোচনা করতে। যার জেরে প্রচারেও এসেছেন। এবারেও বড় সুযোগ।

সিএএ এবং এনআরসি-বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কাকা ছিছি’ স্লোগান ইতিমধ্যে ভাইরাল। সেটাকেই পাখির চোখ করে সোশাল মিডিয়ায় কটাক্ষের বাণ মারেন বাবুল। কিন্তু সে বাণ হয়ে যায় বুমেরাং। মমতাকে ট্রোল করতে গিয়ে যার জেরে মোদিভক্ত নিজেই এখন ট্রোলড।

আরও পড়ুন : আমি যা বলেছি তা জনতার সামনেই, জনগণই বিচার করবে কে ঠিক আর কে ভুল? মোদীকে পাল্টা মমতার

বাবুল একটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ গুচ্ছের নাম ট্যাগ করে লেখেন, “একবার দেখুন তো! আমরা কি এতই দীর্ণ হয়ে পড়েছি যে ‘ইনি’ আমাদের মুখ্যমন্ত্রী? কথায় কথায় রবীদ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণের নামোচ্চারণ করা এই ‘মাননীয়া মনীষী মমতাদিদিমনি’ কি আমাদের প্রাপ্য?” সঙ্গে জুড়ে দেন, মমতার পার্ক সার্কাস ময়দানে এনআরসি, সিএএ বিরোধী সভার সেই ভিডিয়ো। যেখানে প্রবল আক্রমণে মুখ্যমন্ত্রীকে বারবার দিতে শোনা গিয়েছে সেই ‘কাকা ছিছি’ স্লোগান।