ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৫ লাখ টাকা বাজেট? তাহলে Alto-র থেকে বেশি মাইলেজ আর সেফটি বিশিষ্ট এই গাড়িটি বাড়িতে নিয়ে আসুন

আপনি যদি খুব কম বাজেটের মধ্যে একটা ভালো প্যাকেজ কিনতে চান তাহলে টাটা কোম্পানির এই গাড়িটি আপনার পছন্দসই হতে পারে

Advertisement

আজকের বিশ্বে যেখানে মূল্যস্ফীতি ক্রমাগত বেড়ে যাচ্ছে এবং পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে, সেখানে এখন প্রত্যেক মানুষ বেশি মাইলেজ বিশিষ্ট গাড়ি কিনতে চাইছেন। ভারতীয় বাজারে ছোট গাড়িতে আপনারা বেশি মাইলেজ পেয়ে যান। এই ধরনের গাড়ির ডিমান্ড ভারতীয় বাজারে বরাবর অনেকটা বেশি ছিল। তবে এই বিভাগে বর্তমানে একটি নতুন নাম যুক্ত হয়েছে যা প্রতিটি ভারতীয়র মনে একটা নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছে। এর নাম হলো মারুতি সুজুকি অল্টো। কিন্তু আপনি কি জানেন আপনি অল্টর বাজেটে আরও একটি গাড়ি কিনতে পারেন, যা কিন্তু এর থেকেও অনেক বেশি মাইলেজ দিতে পারে। এছাড়াও অনেক দুর্দান্ত ফিচার আপনারা পেয়ে যাবেন এই গাড়িতে। চলুন তাহলে এই গাড়ির ব্যাপারে জেনে নেওয়া যাক।

আপনার কাছে যদি ৫ লক্ষ টাকার বাজেট থাকে, তাহলে আপনি alto গাড়ি থেকে বেশি মাইলেজ এবং ভালো ড্রাইভিং অভিজ্ঞতা সম্পন্ন এই নতুন গাড়িটি কিনতে পারেন। এই গাড়িটি হলো টাটা কোম্পানির টাটা টিয়াগো। এই গাড়িতে আপনারা ৩৭ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ পেয়ে যাবেন। বাজারে লঞ্চ হবার সাথে সাথেই এই গাড়িটি একেবারে হিট হয়ে গিয়েছিল ভারতীয় বাজারে। এই গাড়িটির ডিজাইন এবং ইন্টিরিয়ার খুবই ভালো, যার ফলে এই গাড়ি অত্যন্ত আধুনিক একটি গাড়ি হয়ে উঠেছে। এই গাড়িটি আপনাকে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে পারে একেবারে সস্তায়।

একই সময়ে, এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট গ্রিল, এলইডি ডিআরএল, একেবারে নতুন ড্রাইভিং অভিজ্ঞতা। এই গাড়ির মাইলেজ এর ব্যাপারে বলতে গেলে, এখানে আপনারা পেয়ে যাবেন ৩৭ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ। এ কারণে আপনি দীর্ঘ দূরত্বে খুব সহজে ভ্রমণ করতে পারবেন। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি ১.২ লিটারের Revotorq পেট্রল ইঞ্জিন, যা ৮৫ পিএস শক্তি উৎপন্ন করতে পারে এবং ১১৩ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। এই ইঞ্জিনটি কেবল শক্তিশালী নয়, অর্থনৈতিক দিক থেকেও বেশ ভালো। আপনি কম জ্বালানিতে যদি একটা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে চান, তাহলে এটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। এছাড়াও এই গাড়িতে আপনারা ডুয়াল এয়ার ব্যাগ, এবিএস এবং অন্যান্য অনেক সেফটি ফিচার পেয়ে যাবেন। এমনিতেই টাটার গাড়ি সেফটি ফিচারের দিক থেকে এক নম্বর হয়। এই গাড়িটির প্রারম্ভিক এক্স শোরুম মূল্য ৫.৩৫ লক্ষ টাকা থেকে শুরু হবে, যা একেবারেই আপনার বাজেটের মধ্যে থাকবে। তাই যদি আপনার একটি সাশ্রয়ী এবং ভালো প্যাকেজ পছন্দ হয়, তাহলে এটা আপনার জন্য একটা দারুণ গাড়ি হতে পারে।

Related Articles

Back to top button