Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pan Card: অকেজো হয়ে যাবে পুরনো প্যান কার্ড, জেনে নিন QR কোর্ড সহ নতুন প্যান কার্ড পাবেন কিভাবে

Updated :  Wednesday, November 27, 2024 12:27 PM

যদি আপনার কাছে পুরনো প্যান কার্ড থাকে, তবে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা প্যান কার্ড ২.০ আপডেট করার অনুমতি দিয়েছে। যার ফলে পুরনো প্যান কার্ড ধারী ব্যক্তিরা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। কারণ, নতুন নিয়ম অনুসারে প্যান কার্ডে QR কোর্ড বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মন্ত্রীসভা। যেহেতু পুরনো প্যান কার্ডে QR কোর্ডের অস্তিত্ব নেই, তাই সেই সমস্ত প্যান কার্ড গুলি বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় আয়কর বিভাগ।

কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তের ফলে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন ভারতের কোটি কোটি মানুষ। কিভাবে তারা QR কোর্ড সহ নতুন প্যান কার্ড পাবেন কিংবা নতুন প্যান কার্ডের জন্য কত টাকা প্রয়োজন হবে, তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য প্যান কার্ড পরিবর্তনের সমস্ত প্রক্রিয়া পূর্ণাঙ্গ রূপে তুলে ধরতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

গত কয়েক বছর ধরে ভারতীয় আয়কর বিভাগ প্রায় ৭৮ কোটি প্যান কার্ড জারি করেছে। যার মধ্যে বেশিভাগ প্যান কার্ডে QR কোর্ডের অস্তিত্ব নেই। কারণ, সেই সমস্ত প্যান কার্ড গুলি ১৫ বছরের আগের সফটওয়্যার ব্যাবহার করে নির্মাণ করা হয়েছে। ফলে এই সমস্ত প্যান কার্ড যাচাইকরণ করার সময় নানাবিধ সমস্যায় পড়েন কর্মকর্তারা। ফলে এই সমস্ত কাজে গতি আনতে এবং সুষ্ঠু ভাবে গ্রাহকদের পরিষেবা প্রদানের উদ্দেশ্যে প্যান কার্ড আপডেট করার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা।

কত টাকা খরচ হবে প্যান কার্ড আপডেট করতে?

কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সভার তরফ থেকে জানানো হয়েছে, যাদের পুরনো প্যান কার্ড রয়েছে তাদের QR কোর্ড সহ নতুন প্যান কার্ড পেতে কোনরকম টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তাদের কাছে নতুন প্যান কার্ড তাদের ঠিকানায় পৌঁছে দেবে আয়কর বিভাগ।