Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১৫০ কিলোমিটারের বিশাল রেঞ্জ, ভারতের বাজারে লঞ্চ হল নতুন Komaki ইলেকট্রিক স্কুটার, জানুন সব ফিচার

Updated :  Thursday, November 28, 2024 10:41 AM

ভারতের জনপ্রিয় ইলেকট্রিক টু হুইলার কোম্পানি কোমাকি ভারতের লঞ্চ করে দিয়েছে এমজি প্রো সিরিজের বেশ কিছু নতুন লিথিয়াম আয়ন ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটার গুলি আপনি তিনটি বিভিন্ন বিকল্পে পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে, এমজি প্রো লি, এমজি প্রো ভি, এবং এমজি প্রো প্লাস। লাল ধূসর কালো সাদা এই চারটি রংয়ের বিকল্পে আপনারা এই ইলেকট্রিক স্কুটার কিনতে পারবেন। এই নতুন ইলেকট্রিক স্কুটার এর দাম ভারতে শুরু হচ্ছে মাত্র ৬০,০০০ টাকার প্রারম্ভিক মূল্য থেকে। আপনি দৈনন্দিন কাজকর্ম এই ইলেকট্রিক স্কুটার এর মাধ্যমে খুব সহজে চালাতে পারবেন। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা ১৫০ কিলোমিটারের সর্বাধিক রেঞ্জ পেয়ে যাবেন। ফলে সব মিলিয়ে আপনার এই ইলেকট্রিক স্কুটার বেশ লাভজনক হয়ে উঠবে।

এই নতুন ইলেকট্রিক স্কুটারের বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হলো উন্নত রেঞ্জ, পার্কিং সহায়তা, ক্রুজ কন্ট্রোল, রিভার্স পার্কিং কন্ট্রোল, ওয়ারলেস কন্ট্রোল এবং আরো অনেক কিছু। এই ইলেকট্রিক স্কুটার আসছে ডিজিটাল ম্যাট্রিক্স ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ, যার ফলে আপনারা খুব সহজে ওয়ারলেস কন্ট্রোল করতে পারবেন এই পুরো সিস্টেম। এই ইলেকট্রিক স্কুটারটি আপনি একেবারে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। রিমোট ফাংশনের মাধ্যমে লক, ফ্রন্ট ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক শকার, অটো কন্ট্রোল, মোবাইল চার্জিং পোর্ট এর মতো অনেক বৈশিষ্ট্য থাকবে এই ইলেকট্রিক স্কুটারে।

এই ইলেকট্রিক স্কুটারের প্রো মডেলে আপনারা পেয়ে যাবেন ১.৭৫ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি প্যাক, যা আপনাকে ৭৫ কিলোমিটারের রেঞ্জ অফার করবে। অন্যদিকে, ভি মডেলে আপনারা পেয়ে যাবেন ২.২ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি প্যাক যা আপনাকে ১০০ কিলোমিটারের রেঞ্জ অফার করবে। পাশাপাশি, প্লাস মডেলে আপনারা পাবেন ২.৭ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি প্যাক যা আপনাকে ১৫০ কিলোমিটার রেঞ্জ দেবে। এইসব ব্যাটারি মাত্র ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে ফাস্ট চার্জিং ব্যবহার করে।

এই ইলেকট্রিক স্কুটারে প্রো মডেলটি আপনি পেয়ে যাবেন ৫৯,৯৯৯ টাকায়। এই ভি মডেলটি আপনি পেয়ে যাবেন ৬৯,৯৯৯ টাকায়। এছাড়াও, প্লাস মডেলটি আপনি পাবেন মাত্র ৭৪,৯৯৯ টাকায়। ওলা, এথার এনার্জি এর মত ব্র্যান্ডের কিছু ইলেকট্রিক স্কুটারের সাথে কম্পিটিশন করতে চলেছে এই স্কুটার।