FD Rates: তিন বছরের কমের ফিক্স ডিপোজিটে ৯ শতাংশ পর্যন্ত সুদ, জানুন কোথায় পাবেন সব থেকে বেশি
আপনি যদি ফিক্স ডিপোজিট করার পরিকল্পনা করে থাকেন তাহলে এটাই কিন্তু আপনার জন্য সবথেকে ভালো রাস্তা
ভারতের সাধারণ মানুষ টাকা সেভ করার জন্য সবথেকে বেশি পছন্দ করেন ফিক্স ডিপোজিট একাউন্ট। এখানে টাকা বিনিয়োগ করলে আপনি খুব কম সময়ের মধ্যে নিজের টাকা দ্বিগুণ করে ফেলতে পারবেন। যদি আপনি নিজের বিনিয়োগের জন্য একটা উচ্চ সুদের হার খুঁজে থাকেন, তাহলে ফিক্স ডিপোজিট আপনার জন্য খুব বড় একটা বিনিয়োগের মাধ্যম হয়ে উঠতে পারে। দীর্ঘদিন ধরে রেকর্ড পর্যায়ে চলমান রেপো রেটে আরবিআই এখনো পর্যন্ত কোনো পরিবর্তন করেনি। এই মুহূর্তে রিজার্ভ ব্যাংকের রেপো রেট ৬.৫ শতাংশ থাকার কারণে ব্যাংকগুলো গ্রাহকদের ভালো অফার দিতে শুরু করেছে। ইতিমধ্যেই ব্যাংক বেশ কিছু খুচরা আমানতকারীদের জন্য ভালো ফিক্স ডিপোজিট রিটার্ন দিচ্ছে। পাশাপাশি প্রবীণ নাগরিকরা ০.২৫ থেকে ০.৫০ শতাংশ পর্যন্ত বেশি সুদ পাচ্ছেন এই সমস্ত ব্যাংকে। তাই আপনার বয়স যদি ৬০ বছরের বেশি হয়ে থাকে এবং আপনি খুব একটা ঝুঁকি নিতে পছন্দ না করেন, তাহলে তিন বছরের কমের ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে আমানতকারীদের প্রায় ৯ শতাংশ পর্যন্ত সুদ দিতে পারে এই সমস্ত ব্যাংক। চলুন তাহলে এই তালিকাটা দেখে নেওয়া যাক।
Suryoday Small Finance Bank সাধারণ মানুষকে তার স্থায়ী আমানতের (FD) উপর ৮.৬% সুদ দিচ্ছে। এই FD তিন বছর পর পরিপক্ক হবে, অর্থাৎ তিন বছর পর আপনার টাকা সুদের সঙ্গে ফেরত দেওয়া হবে। নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের তিন বছরের FD-তে ৯% সুদ দিচ্ছে।
Utkarsh Small Finance Bank সাধারণ মানুষকে তিন বছরের FD-তে ৮.৫% সুদ দিচ্ছে। এছাড়াও জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তিন বছরের এফডিতে ৮.২৫% সুদ দিচ্ছে। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তিন বছরে FD ম্যাচিওরিং এর উপর ৮.১৫% সুদ দিচ্ছে। এর পাশাপাশি ইকুইটস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তিন বছরের FD-তে ৮% সুদ দিচ্ছে। এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য আলাদা সুবিধা দিচ্ছে ব্যাংকগুলো।