Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Aadhaar Card Update: আজই করতে হবে আঁধার কার্ডের সাথে এই কাজ, না হলে বন্ধ হয়ে যাবে কার্ড

ভারত সরকার প্রদত্ত আধার কার্ড এখন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হয়ে উঠেছে। সরকারি কাজ হোক কিংবা বেসরকারি, সব জায়গায় আধার কার্ডের গুরুত্ব হয়ে উঠেছে অপরিসীম। বিশেষ করে পাসপোর্ট, প্যান কার্ড,…

Avatar

ভারত সরকার প্রদত্ত আধার কার্ড এখন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হয়ে উঠেছে। সরকারি কাজ হোক কিংবা বেসরকারি, সব জায়গায় আধার কার্ডের গুরুত্ব হয়ে উঠেছে অপরিসীম। বিশেষ করে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা সরকারি চাকরির জন্য আবেদন পত্র ফিলাপ করতে হলে আধার কার্ড আবশ্যক হয়ে উঠেছে। তবে আজ এই নিবন্ধে আমরা আপনাদের আধার কার্ড সম্পর্কে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে চলেছি, যা জানার জন্য আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হতো। তবে এবার ঘরে বসেই আঁধার কার্ডের গুরুত্বপূর্ণ কাজটি করতে পারবেন।

আমরা আপনাদের বলি, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনা খরচে আঁধার কার্ড সংশোধনের শেষ সময়সীমা দেওয়া হয়েছিল ১৪ই সেপ্টেম্বর। যা আবার বাড়ানো হয়েছে। আমরা আপনাদের বলি, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বিনামূল্যে আঁধার কার্ডের তথ্য আপডেট করার শেষ তারিখ বাড়িয়েছে। ফলে এখন চাইলে যে কেউ সম্পূর্ণ বিনা খরচে নিজের আধার কার্ডের ভুল সংশোধন করতে পারেন। আর এই কাজটি করতে হবে সম্পূর্ণ অনলাইনে। উল্লেখ্য, কিভাবে আঁধার কার্ডের ভুল সংশোধন করতে হবে তার একটি সম্পূর্ণ চার্ট প্রকাশ করেছে UIDAI। আঁধার কার্ড ধারীরা UIDAI-র গাইডলাইন অনুসরণ করে আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত বিনা খরচে নিজেদের আধার কার্ড আপডেট করার সুযোগ পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিভাবে করবেন এই কাজ?

১. প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ UIDAI-এ প্রবেশ করতে হবে।

২. এরপর “My Aadhaar”-এ ক্লিক করে “Update Your Aadhaar” বিকল্পটি বেছে নিতে হবে।

৩. এরপর নির্দিষ্ট স্থানে আধার কার্ডের নম্বর এবং ক্যাপচা লিখে ওটিপি সেন্ড করতে হবে। মোবাইল নম্বরে আসা ওটিপি লিখে আধার কার্ডের অফিসিয়াল পেজে প্রবেশ করতে হবে।

৪. এর পর আপনার প্রয়োজন মত তথ্য আপডেট করুন এবং প্রমানের জন্য পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি-র মত তথ্য স্ক্যান করে আপডেট করুন।

এই সমস্ত কাজ করে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করুন এবং ৫-৭ দিন অপেক্ষা করুন। এরপর UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের আঁধার কার্ড ডাউনলোড করুন।

About Author