দেশনিউজ

‘রাজ্যের জনসাধারণের রায়কে সম্মান করি’, দলের হারের পর বললেন অমিত শাহ

Advertisement

ঝাড়খণ্ড বিধানসভায় জয় লাভের পর বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় JMM নেতা হেমন্ত সোরেনকে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রধান অমিত শাহ সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ড রাজ্য নির্বাচনে দলের পরাজয়ের বিষয়ে তার প্রথম প্রতিক্রিয়া টুইট করে বলেন, “তাঁর দলকে পাঁচবছর রাজ্যসেবা করার সুযোগ দেওয়ার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ।”

সোমবার সন্ধ্যায় অমিত শাহ এক টুইট বার্তায় বলেছেন, “আমরা ঝাড়খণ্ডের জনগণের রায়কে সম্মান করি।” রাজ্যের ৯০ শতাংশ ভোট গণনা করার পরে অমিত শাহ দলের কর্মীদের দলের প্রচারে যে কাজ করেছে তার জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন : ঝাড়খন্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী, খুশির মেজাজে সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন হেমন্ত সোরেন

দুটি টুইটের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহকে প্রতিশ্রুতি দেন যে, “আমরা রাজ্যের সেবা চালিয়ে যাব এবং আগামী সময়ে জনকেন্দ্রিক বিষয় তুলে ধরবো।”

এছাড়াও প্রধানমন্ত্রী ঝাড়খণ্ড নির্বাচনে জয়ের জন্য হেমন্ত সোরেেন এবং JMM জোটকে অভিনন্দন জানিয়েছেন।তিনি রাজ্যের সেবায় তাদের শুভকামনা জ্ঞাপন করেন।

Related Articles

Back to top button