Pan Card Update: এবার ই-মেইলে মিলবে বিনামূল্যে প্যান কার্ড ২.০, দেখে নিন কিভাবে আবেদন করবেন
আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্পূর্ণ বিনামূল্যে ই-মেইলে আপনারা পেতে পারেন প্যান কার্ড ২.০।
সারাদেশে এখন চলছে প্যান কার্ড ২.০ নিয়ে আলোচনা। গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে প্যান কার্ড নিয়ে আলোচনায় মেতেছেন দেশের সাধারণ নাগরিকরা। এদের কেন্দ্রীয় সভার বৈঠকে জানানো হয়, প্যান কার্ড পরিষেবা সহজ করে তোলার উদ্দেশ্যে ২.০ ভাষণ উন্মুক্ত করবে আয়কর বিভাগ। আমরা আপনাদের বলি, বিগত কয়েক বছর ধরে আয়কর বিভাগ প্রায় ৭৮ কোটি প্যান কার্ড জারি করেছে। যার মধ্যে বেশিরভাগ প্যান কার্ড জারি করা হয়েছে ১৫-২০ বছরের আগের সফটওয়্যার ব্যবহার করে। ফলে সেই সমস্ত প্যান কার্ডে QR কোর্ডের অস্তিত্ব নেই। যে কারণে নাগরিকের তথ্য যাচাই করনের সময় বেশ বেগ পেতে হচ্ছে সরকারি কর্মকর্তাদের।
প্যান কার্ডের এই পরিষেবাকে সচল রাখতে মূলত ২.০ আপডেট নিয়ে আসতে চলেছে প্যান কার্ড কর্তৃপক্ষ। নতুন এই আপডেটের ফলে প্রত্যেকটি প্যান কার্ডে QR কোর্ডের অস্তিত্ব থাকবে। ফলে নাগরিকের তথ্য যাচাই করণে কোনরকম সমস্যার সম্মুখীন হবেন না কর্মকর্তা। তবে কিভাবে সাধারণ মানুষরা QR কোর্ড সহ নতুন প্যান কার্ড পাবেন কিংবা নতুন প্যান কার্ড পাওয়ার জন্য কত টাকা খরচ করতে হবে, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্পূর্ণ বিনামূল্যে ই-মেইলে আপনারা পেতে পারেন প্যান কার্ড ২.০।
সম্পূর্ণ বিনামূল্যে প্যান কার্ড পেতে হলে প্রথমে আপনাদের প্যান কার্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে ই-মেইলে প্যান কার্ড পাওয়ার জন্য ডিজিটাল প্যান কার্ড অপশনটি সক্রিয় করে দিতে হবে। ফর্ম ফিলাপ সম্পন্ন হওয়ার ৩০ মিনিটের মধ্যে আপনার ই-মেইলে পৌঁছে যাবে QR কোর্ড সহ নতুন প্যান কার্ড। এছাড়া, সরাসরি প্যান কার্ড হাতে পেতে চাইলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে আয়কর বিভাগকে। টাকা পেমেন্ট করার ৫-৭ দিনের মধ্যে আপনি ঘরে বসে পেয়ে যাবেন নতুন প্যান কার্ড।